বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৫:২৮

আইপ্যাড থেকে অ্যালার্জি!

আইপ্যাড থেকে অ্যালার্জি!

এক্সক্লুসিভ ডেস্ক : হঠাৎ করে শরীরের কিছু অংশে আঁচমকা র‌্যাশ বেরোচ্ছে? ফুলে যাচ্ছে দেহের নানা অংশ, সঙ্গে চুলকানি? ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত, মল, মূত্র পরীক্ষা করেও হয়নি র‌্যাশ রহস্যের সমাধান। এবার তাহলে নজর দিন নিজের আইপ্যাডটির দিকে। আপনার অজান্তে দেহে অস্বস্তি ছড়াচ্ছে হয়ত 'ঘরশত্রু' এই 'বিভীষণ'ই।

সাম্প্রতিক চিকিত্সকদেও এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যবহার করা হয় এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে মাত্রাতিরিক্ত নিকেল সংক্রমণ ঘটছে মানবদেহে। এর জেরে শরীরে দেখা দিচ্ছে নানা উপসর্গ। এর জন্য দায়ী করেছেন ল্যাপটপ, আইপ্যাড ও সেলফোনই।

কিছু দিন আগে সারা শরীরে অজস্র র‌্যাশ নিয়ে স্যান ডিয়েগোর এক হাসপাতালে ভর্তি হয় এক কিশোর। চিকিত্সকরা খোঁজ নিয়ে দেখেন, অ্যাপল আইপ্যাডকে নিত্যসঙ্গী করার পর থেকেই এই অস্বস্তি শুরু হয় তার। পরীক্ষায় ধরা পড়ে, ছেলেটির শরীরে বিষক্রিয়া ঘটিয়েছে নিকেল সংক্রমণ। চিকিত্সকদের দাবি, ২০১০ সালে কেনা একটি অ্যাপল আইপ্যাডের থেকেই ঘটেছে এই বিষক্রিয়া।

আইপ্যাডটি পরীক্ষা করে তার বাইরের আস্তরণে এমন এক রাসায়নিক মেলে যা নিকেলে উপস্থিত।

জানা গেছে, নিয়মিত আইপ্যাড ব্যবহার করত ওই কিশোর।

নিকেলের সংক্রমণে শরীরে র‌্যাশ বেরোনোর ঘটনা অবশ্য নতুন নয়। গয়না, ঘড়ির চেন ইত্যাদিতে থাকা নিকেলের ছোঁয়া থেকেও এমন র‌্যাশের প্রকোপ দেখা দিতে পারে।

আমেরিকার র‌্যাডি চিলড্রেনস হসপিটালের ত্বক বিশেষজ্ঞ শ্যারন জেকব জানিয়েছেন, প্রাণঘাতী না হলেও অনেক সময় তা খুবই অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। এমনকী এর ছোঁয়ায় অন্যদের শরীরেও র‌্যাশ দেখা যেতে পারে। তার মতে, এমন অবস্থায় অ্যান্টি বায়োটিক ও স্টেরয়েড প্রয়োগ করলে সুফল মেলে।

এ বিষয়ে অ্যাপল-এর মুখপাত্র ক্রিস গেইদার জানিয়েছেন, তার সংস্থায় পণ্য তৈরির সময় কোনো রকম আপস করা হয় না।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে