এক্সক্লুসিভ ডেস্ক : কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা খরচে কম পারদর্শী নয়। স্কুলের গণ্ডি পেরোনোর পর তাদের মধ্যে উম্মাদনা দেখা দেয়। খরচের পাল্লাটা বাড়তে থাকে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বেশ খরচবহুল। সেইসঙ্গে হাতখরচের বিষয় যোগ হওয়ার পর ব্যয় বেড়ে যায় প্রচুর।
বাইরে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া ইত্যাদি উপভোগ করে বন্ধুদের সঙ্গে। সব মিলিয়ে এ সময় অর্থের অপচয় করা উচিত নয়।
কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের যে ১০টি খাতে অর্থের অপচয় হয় তা অপচয় হিসেবে গণ্য করেছেন বিশেষজ্ঞরা।
১. প্রিন্টার : আধুনিক যুগে সবার ঘরেই কম্পিউটার থাকার কথা। এর সঙ্গে ছেলেমেয়েরা যোগ করতে চান একটি ভালোমানের প্রিন্টার। অ্যাসাইনমেন্ট বাড়িতে করে নিতে প্রিন্টারের প্রয়োজন হয়।
কিন্তু বর্তমানে ই-মেইলের মাধ্যমে এসব কাজ গ্রহণযোগ্য হয়। অবশ্য বাইরে থেকে অল্প খরচে অ্যাসাইনমেন্ট করিয়ে নেয়া যায়। বড় অংকের অর্থ দিয়ে প্রিন্টার কেনার প্রয়োজন নেই।
২. ট্যাবলেট : এটা একটা ব্যয়বহুল সৌখিন পণ্য, যার সব কাজ মোবাইলেই সেরে নেয়া যায়। বাড়িতে যদি কম্পিউটার থাকে তবে আর কিছুই প্রয়োজন পড়ে না।
৩. দামি বিছানা : ঘুমানোর বিছানাটির অবস্থা শোচনীয় থাকলে তবে সারিয়ে নিতে পারেন। কিন্তু সেখানে দামি ম্যাট্রেস দেয়ার প্রয়োজন নেই। বিশেষ ধরনের কোনো দামি খাটেরও প্রয়োজন নেই। বরং এর পেছনে যে অর্থ খরচ হবে তা পড়াশোনার কাজে লাগানো ভালো।
৪. এইচডি টিভি : বাড়ির টেলিভিশন পছন্দ না হলে এইচডি টিভির প্রয়োজন নেই। অল্প সময়ের জন্য টিভি দেখার জন্য এত দামি টিভি কিনলে অর্থের অপচয় হবে। লেখাপড়া ক্ষতি হবে।
৫. আইরন এবং আইরন বোর্ড : এ বয়সী ছেলেমেয়েদের বাড়িতে আইরন বোর্ডের দরকার নেই। কাপড় স্ত্রী করার সময় কোথায়? অপ্রয়োজনীয় যন্ত্রের পেছনে অযথা খরচের প্রয়োজন নেই।
৬. দামি পোশাক : এ বয়সীদের মধ্যে পোশাক কেনার প্রতি দারুণ আগ্রহ থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার জন্য সাধারণ মানের কাপড় ভালো। দামি পোশাক কিনে ওয়ারড্রোব ভরে ফেলারও প্রয়োজন নেই।
৭. ল্যাপটপ : কম্পিউটার থাকার পর দামি ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। অযথা বিপুল অর্থ খরচ করে ল্যাপটপ কেনা অপচয় ছাড়া আর কিছুই নয়। বরং এই অর্থ লেখাপড়ার কাজে ব্যয় করা যেতে পারে।
৮. ছোট ফ্রিজ : কোনো দরকার নেই। ছেলে বা মেয়ে রাতে উঠে খাবার বা পানি খেতে নিশ্চয়ই তেমন সমস্যা হয় না। তাই ছোট ফ্রিজ কিনে নেয়ার প্রয়োজন পড়ে না।
৯. এক্সটারনাল হার্ড ড্রাইভ : ক্লাউড স্টোরেজ এবং কম্পিউটারের ব্যাপক হার্ড ড্রাইভ থাকার পরও একটি এক্সটারনাল হার্ড ড্রাইভের প্রয়োজন নেই। বিভিন্ন ই-মেইল অ্যাকাউন্ট, ওয়ান ড্রাইভ, অ্যাপলের আইক্লাউড, ড্রপবক্স ইত্যাদি থাকতে অযথা পয়সা খরচ করা ঠিক না। এটা অপচয় ছাড়া আর কিছু না।
১০. দামি মোবাইল : ভালো মানের স্পেসিফিকেশনসহ একটি মোবাইল কেনা যায়। কিন্তু এর জন্য অ্যাপলের আইফোন বা ব্ল্যাকবেরি কেনার প্রয়োজন পড়ে না। এটি বিলাসিতা ছাড়া আর কিছু নয়। ব্রাউজ বা অন্যান্য কাজ করা যায় এমন মোবাইল কেনাই ভালো। সূত্র : বিজনেস ইনসাইডার
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/