বুধবার, ১৮ মে, ২০১৬, ০৯:১৫:৩২

জানেন, ভয় পেলে বা ঠান্ডা লাগলে গায়ে কাঁটা দেয় কেন?

জানেন, ভয় পেলে বা ঠান্ডা লাগলে গায়ে কাঁটা দেয় কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন যে, ভয় পেলে, ঠান্ডা লাগলে কিংবা আরো অন্যান্য কারণে অনেক সময়ই আমাদের গায়ে কাঁটা দেয়। অর্থাৎ আমাদের ত্বকের লোমকূপগুলি শক্ত হয়ে ওঠে। একেই আমরা চলতি কথায় কাঁটা বলে থাকি। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন যে, এটা কেন বা কীভাবে হয়?-খবর জিনিউজ।

শরীর কাঁটা দেয়ার ব্যাপারটা প্রত্যেক স্তন্যপায়ীর বেলাতেই ঘটে থাকে। স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে। ত্বক যখন ঠান্ডার সংস্পর্শে আসে, তখনই সেই ঠান্ডার হাত থেকে ত্বককে বাঁচাতে নিজে থেকেই একটা আবরণ তৈরি করে নেয়। সেই আবরণকেই আমরা কাঁটা বলে থাকি। আসলে এই কাঁটা দেয়াও হরমোনের ব্যাপার। ঠান্ডা বা ভয়ের কারণে শরীরের হরমোনে উত্তেজনা দেখা দিলে তখনই ত্বক এই আবরণ তৈরি করে।
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে