বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৯:৫৮

মৃত্যু যখন ফুলের ছোঁয়ায়!

মৃত্যু যখন ফুলের ছোঁয়ায়!

এক্সক্লুসিভ ডেস্ক : ফুল, ভালোবাসার প্রতীক। যে ফুল ভালোবাসে সে পৃথিবীর সবকিছুকে ভালোবাসতে পারে। যে মানুষ ফুলকে ভালোবাসে সে মানুষ কখনো নাকি মানুষ হত্যা করতে পারে না। তবে এটি প্রচলিত কথা। তবে মানুষ ফুলকে ভালোবাসলেও ফুল কী মানুষকে ভালোবাসে?

ফুল যদি হয় মানব মৃত্যুর কারণ তখন কিন্তু সত্যিকারের বিপদের কথা। তেমনি প্রাণঘাতী এক ফুলের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড এলাকার ন্যাশনাল ট্রাস্ট লাইটহাউজের কাছাকাছি এক এলাকায়। ফুলটি দেখতে খুবই সুন্দর। কিন্তু এই ফুলের কারণে মানুষের মৃত্যুও ঘটতে পারে!

এই নতুন কাটাযুক্ত ফুলটি আবিস্কার করেন লাইটহাউজের সহকারী পরিদর্শক ডগি হোল্ডেন। বিশেষজ্ঞরা মনে করছেন পৃথিবীর বিলুপ্ত হয়ে যাওয়া ফুলগুলোর মধ্যে এটি একটি। এযাবৎ পৃথিবীর কোনো প্রান্তেই এই ফুলের কোনো অস্তিত্বের খবর পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে একমাত্র সান্ডারল্যান্ডের লাইটহাউজে জন্মানো এই ফুল গাছটিই একমাত্র গাছ।

এই ফুলে রয়েছে গ্লিসারিন এবং অ্যাগ্রোস্টেম্মা গিথাগো নামের এডিস। যা মানব শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ফুলের কাটার সামান্যতম আচরেও অবস্থার অবনতি ঘটতে পারে মানবদেহের। এই ফুলের এসিড যদি মানবদেহে প্রবেশ কওে তার প্রাথমিক লক্ষন হিসেবে আক্রান্তদের পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, দুর্বলতা এবং শ্বাসকষ্টে সমস্যা দেখা দিতে পারে। যা পরবর্তীতে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ফুলটির নাম দিয়েছেন অ্যাগ্রোস্টেম্মা গিথাগো।

এ বিষয়ে সহকারী পরিদর্শক হোল্ডন বলেছেন, ‘এই ফুলটি খুব বিষাক্ত। এটা ছুলেই মৃত্যু ঝুঁকি। আমার জীবনেও আমি কখনও এই ফুল দেখিনি। ফুলটি বিষাক্ত কিন্তু আমি আনন্দিত। আমাদের উচিত এই ফুলটিতে চাষের ব্যবস্থা করা। কারণ কে বলতে পারে হয়তো ভবিষ্যতে এই ফুল আমাদের অনেক কাজে দেবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে