বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩১:৩৫

বিশ্বচ্যাম্পিয়নরা সাবধান, রোবট আসছে!

বিশ্বচ্যাম্পিয়নরা সাবধান, রোবট আসছে!

এক্সক্লুসিভ ডেস্ক : ১৭ বছর আগে মাথা নীচু করে বলের দিকে তাকাতে পারতো না৷ এখন পারে ও মানুষের মতো বিশ্বকাপেও খেলে রোবট৷ ব্রাজিলে শুরু হচ্ছে রোবটদের বিশ্বকাপ ‘রোবোকাপ’৷ সেখানে তারা নামবে একদিন আসল বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর পণ নিয়ে৷

হ্যাঁ, ফিফা বিশ্বকাপের মতো এবারের ‘রোবোকাপ'-ও হবে ব্রাজিলে৷ আগামী ১৯শে জুলাই থেকে শুরু হবে এ আসর৷ চলবে ২৫ জুলাই পর্যন্ত৷ ইনডোরে নানা ধরণ আর আকৃতির কিছু রোবট গুটি গুটি পায়ে ফুটবলে লাথি মেরে ট্রফি জেতার চেষ্টা করবে – এর সঙ্গে ফিফা বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আসলে কোনো তুলনাই চলে না৷ তবুও তুলনাটা আসছে, কারণ, রোবট খুব দ্রুত এগিয়ে চলেছে!

১৯৯৭ সালে আয়োজিত হয়েছিল প্রথম রোবোকাপ৷ আসরের অন্যতম উদ্যোক্তা মানুয়েলা ভেলোসো জানালেন, তখন রোবট মাথা সোজা রেখে বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফুটবল খেলত৷

মাথা নীচু করে বলের দিকে তাকিয়ে গোলে শট নেয়ার সাধ্য তাদের ছিল না৷ দিন অনেক বদলেছে৷ রোবট এখন মানুষের মতোই ফুটবলের দিকে তাকায়, লাথি মারে আগের চেয়ে জোরে – এ সব উন্নতিকে আপনি অগ্রাহ্য করবেন কী করে!

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক ড্যান লি রোবোকাপে অংশ নিচ্ছেন ২০০২ সাল থেকে৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলে কী হবে, রোবোকাপে তিনি পেনসিলভানিয়ার রোবট দলের কোচ৷ প্রকৌশল শাস্ত্রের অধ্যাপক বলে গত কয়েক বছরে রোবটে যে পরিবর্তন এসেছে, তা খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন৷ রোবোকাপে রোবটদের ফুটবল নৈপুণ্যে উন্নতি সম্পর্কে তিনি বললেন, ‘‘আগে রোবটদের খেলা দেখে মনে হতো যেন পাঁচ বছরের মানবশিশুরা খেলছে৷ ওরা তখন বলকে ঘিরে সবাই মিলে জটলা পাকাতো৷ যে বল পেতো, সে-ই ঠিক কোনদিকে বলটা মারবে এ নিয়ে ভেবে ভেবে হয়রান হয়ে যেত৷ এখন ওরা দশ বছরের শিশুদের মতো খেলে৷ অ্যাথলেটদের মতো নড়াচড়া করে, এমনকি খেলায় এক ধরণের কৌশলও অবলম্বন করে৷''

ড্যান লি-র মতো অনেকেরই ধারণা, রোবট যেভাবে এগোচ্ছে, তাতে ফুটবলে মানুষের দক্ষতার কাছাকাছি একদিন হয়ত চলেই যাবে তারা৷ তখন দাবার মতো ফুটবলেও যে রোবট মানুষকে চ্যালেঞ্জ জানাবে তাতে অবাক হওয়ার কী আছে! সূত্র : ডিডব্লিউ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে