বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫২:৪৫

মুক্তির পর অশ্রু ঝরছিল রাজুর!

মুক্তির পর অশ্রু ঝরছিল রাজুর!

এক্সক্লুসিভ ডেস্ক : মালিকের নিধারুণ যন্ত্রণা সহ্য করেছে।মাদকাসক্ত মালিক ৫০ বছর ধরে শিকল-বন্দী রেখেছিল রাজুকে। মালিকের যন্ত্রণায় দিন কেটেছে এতটি বছর। অবশ্য এখন মুক্তি পেয়েছে রাজু নামের হাতিটি।  মুক্তির আনন্দে চোখ দিয়ে গড়িয়েছে তার জল। কিন্তু এতদিনে তার যা হবার হয়ে গেছে।ক্ষুধার যন্ত্রণায় কত রাত কেটেছে রাজুর।

 

তবে পায়ের বেড়ি খুলে যাবার পর রাজু এখন স্বাধীনভাবে ঘুরতে পারছে ।  ভিক্ষার কাজে হাতিটিকে ব্যবহার করতেন মালিক। কথা না শুনলে চালাতেন নির্যাতন।  

 

এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সোমবার এ খবর দিয়েছে  টাইমস অব ইন্ডিয়া।

 

অনলাইনটির প্রতিবেদনে জানানো হয়,  শিশু অবস্থায় বন থেকে হাতিটিকে চুরি করে তার মালিক।এরপর থেকে তার দিনরাত কাটে দুর্দশায়।মারধরের পাশাপাশি তাকে খাবার থেকেও বঞ্চিত করা হতো। কাগজ আর প্লাস্টিক খাওয়ানো হতো হাতিটিকে। পাশে লাগানো থাকত শিকল আর সুচালো কীলক।

 

চরম যন্ত্রণায় দিন কাটত রাজুর। কিন্তু পায়ের বেড়ি খুলার পর এখন সে মুক্ত। সম্প্রতি প্রাণী সংরক্ষণবিদরা আদালতের আদেশ নিয়ে হাতিটিকে মালিকের নিপীড়নের কবল থেকে উদ্ধার করেন। এ কাজে পুলিশ ও রাজ্যের কর্মকর্তারাও সহায়তা করেছেন।

 

হাতিটি মুক্তি পাওয়ার পর চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরছিল।এ কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকদের একজন বলেন, ‘রাজুকে উদ্ধারের সময় তার গাল বেয়ে পানি ঝরছিল। আমরা তা দেখে অবাক হয়ে যাই। এক অবিশ্বাস্য আবেগের বিষয় ছিল। মুক্তির বিষয়টি হাতি বুঝতে পেরেছে।’
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে