এক্সক্লুসিভ ডেস্ক : ভোট দেয়ার বয়সই হয়নি অথচ নির্বাচনে দুইবার পাস করেছেন সারিয়া ব্লেয়ার! রাজ্যের প্রাথমিক নির্বাচনে তিনি পাস করেছেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওই কিশোরী আগামী আগস্টে ১৮ বছরে পা দেবেন। অথচ পশ্চিম ভার্জিনিয়ার বিধানসভার প্রাথমিক নির্বাচনে তিনি দুইবার পাস করেছেন।
রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্বে আগামী নভেম্বর ডেমোক্রেটিক পার্টির ল্যায়নে দেইহিলর প্রতিদ্বন্দ্বিতা করবেন সারিয়া। ওই নির্বাচনে তিনি পাস করলে হয়ে যাবেন সংসদ সদস্য।
প্রাথমিক নির্বাচনের ফলাফলে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা বেশি।এ মত ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। আর সেটা হলে আরেকটি রেকর্ড গড়বেন সারিয়া। রাজ্যটির সবচেয়ে কমবয়সী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করবেন সম্প্রতি হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন নেয়া সারিয়া।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/