বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৪:২৮

সাড়ে ৯ হাজার বছরের প্রাচীনতম বৃক্ষ!

সাড়ে ৯ হাজার বছরের প্রাচীনতম বৃক্ষ!

এক্সক্লুসিভ ডেস্ক : অবশ্য দেখলে মনে হবে না বৃক্ষটির এতো বয়স। এটিই বিশ্বের প্রাচীনতম বৃক্ষ।বৃক্ষটির অবস্থান সুইডেনে।এটি নওয়েজিয়ান- প্রুস গাছ। তবে বৃক্ষটি এখনো বাড়ছে। এর বয়স সাড়ে ৯ হাজার বছর।

 

২০০৪ সালে উমেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সুইডেনের ফুলুজালেটস ন্যাশনাল পার্কে বৃক্ষটির অস্তিত্ব আবিষ্কার করেন। কার্বন-১৪ ডেটিংয়ের মাধ্যমে বৃক্ষটির বয়স নির্ধারণ করা হয়েছে।

 

এর ওপরের অংশটুকু মাত্র ১৩ ফুট লম্বা। কিন্তু এর শেকড় প্রায় ১০ হাজার বছর ধরে বাড়ছে। প্রতিনিয়ত পুরনো অংশ থেকে নতুন একটি অংশ সৃষ্টি করে বেঁচে আছে গাছটি ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে