এক্সক্লুসিভ ডেস্ক : কাজের ক্ষেত্রে সৃষ্টিশীল হতে চাইলে নতুন অভ্যাস বাদ দিয়ে পুরনো কাজগুলোতেই মনোযোগী হোন। সম্ভব হলে কমিয়ে দিন বর্তমান সময়ের কাজ । সৃষ্টিশীল মানুষরা জানেন, কিভাবে কোনো বিষয়ের ওপর মনযোগী হতে হয়।এ জন্য সত্যিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনযোগী হয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ কম হতে হয়।
বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। সৃষ্টিশীল মানুষরা যেসব কাজ করতে চান না তা নিয়েই এ প্রতিবেদন।
১. ক্যালেন্ডারের সুক্ষ্ম ব্যবস্থাপনা
ক্যালেন্ডার দেখে আপনার অ্যাপয়েন্টগুলো সাজাতে হবে। এজন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই যথেষ্ট। তবে এসব কাজের জন্য যে সময় নষ্ট হয় তা মোটেও কম নয়। সৃষ্টিশীল মানুষরা ক্যালেন্ডারের সুক্ষ্ম পর্যালোচনা বাদ দিয়ে সময় বাঁচান।
২. অনলাইনে কেনাকাটা
অনলাইনে কেনাকাটা করতে বহু মানুষ সময় ব্যয় করেন। কিন্তু সৃষ্টিশীল মানুষরা এসব কাজ বাদ দেন। প্রচুর সময় ব্যয়ের কারণে তা থেকে দূরে থাকেন। অন্য কাজ করার মানসিক উদ্যমও নষ্ট হয়।
৩. বাড়ি-অ্যাপার্টমেন্ট খোঁজা
বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে বের করাও সময়ের ব্যাপার। এতে সময় ও উদ্যম উভয়ই ব্যয় হয়। এ ঝামেলায় ঝড়াতে চান না সৃষ্টিশীল মানুষরা।এসব ঝামেলা কমানোর জন্য অনেকেই রিয়াল এস্টেট এজেন্টদের সাহায্য নেন।
৪. প্রাথমিক গবেষণা-অনুসন্ধান
প্রাথমিক গবেষণা ও অনুসন্ধান করতে প্রচুর সময় ব্যয় হয়। এতে শুধুই সময়ের অপচয় হয়। কোন গাড়িটি কেনা উচিত, কোন রেস্টুরেন্টে খাওয়া উচিত- এসব সিদ্ধান্ত নেয়ার কাজটি অনেকের জন্যই ঝামেলার। আর সৃষ্টিশীল মানুষরা এসব সিদ্ধান্ত নেয়ার চেষ্টা বাদ দেন। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকের কাছে বিব্রতকর হয়ে দাঁড়ায়। আর ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে এসব কাজ করতে আগ্রহী নন সৃষ্টিশীল মানুষরা।
৫. পরিচ্ছন্নতা
বাড়ি কিংবা অফিস প্রয়োজনমত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। কিন্তু বাথরুম নিয়মিত পরিষ্কার করা, ঘরের মেঝেটা ধুলোবালি মুক্ত রাখা- এসব কাজে প্রচুর সময় নষ্ট হয়। সৃষ্টিশীল মানুষরা এ ধরনের সময় ও উদ্যম নষ্টকারী কাজ করতে চান না। তার বদলে সৃষ্টিশীল কোনো কাজেই ব্যয় করতে আগ্রহী থাকেন তারা।
৬. চলাচলের সময় কাজ
রাস্তায় যাতায়াতের সময় সৃষ্টিশীল কোনো কাজ করলে তা ভুল হবে। সৃষ্টিশীল হওয়ার জন্য আপনার প্রয়োজন নিরিবিলি সময়। রাস্তায় যাতায়াতের সময় এমন কাজ করা সম্ভব নয়।
৭. পরিবার-বন্ধুদের সঙ্গে যোগাযোগ
পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সবারই কিছু না কিছু যোগাযোগ থাকে। কিন্তু সৃষ্টিশীল মানুষের যোগাযোগের মাত্রায় কিছুটা ভিন্নতা রয়েছে। তারা সাধারণত কোনো অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে বাছাই করে নেন, এটি গুরুত্বপূর্ণ কি-না। গুরুত্বপূর্ণ না হলে তা এড়িয়ে যান তারা।
৮. ব্যবস্থাপনা সংক্রান্ত
ব্যবস্থাপনা একটি ঝামেলার কাজ। ব্যবস্থাপনার অধিকাংশ কাজ সৃষ্টিশীল মানুষরা অন্য কারো হাতে তুলে দেন।
৯. সময় নষ্ট করা
সময় নষ্ট হবে এমন কোনো কাজ সৃষ্টিশীল ব্যক্তিরা বাদ দেন। যথাসম্ভব অন্যদের দিয়ে কাজটি করিয়ে নিজের সৃষ্টিশীল কাজে ব্যয় করেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/