বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩০:৩৩

২৬ কোটি ডলারের লটারি পেয়েও দরিদ্র জীবনযাপন!

২৬ কোটি ডলারের লটারি পেয়েও দরিদ্র জীবনযাপন!

এক্সক্লুসিভ ডেস্ক : খ্রিস্টান মতাবলম্বী ইভানজেলিকাল চার্চের একনিষ্ঠ অনুসারী ককরাম নিজের ধর্মীয় অধ্যবসায়ের জন্যই গরিবী বেছে নিচ্ছেন বলে জানা গেছে। প্রায় ২৬ কোটি ডলারের লটারি জিতেও অধিকাংশ অর্থ দাতব্য প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করে দারিদ্র্যপূর্ণ জীবনযাপনকেই বরণ করে নিয়েছেন এ মার্কিনি।

যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরের বাসিন্দা রয় ককরাম (৫৮) সম্প্রতি ‘টেনিসি এডুকেশন লটারি ফাউন্ডেশন’ ঘোষিত ২৫৯ দশমিক ৮ মিলিয়ন বা প্রায় ২৬ কোটি ডলারের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন।

যে পুরস্কার জেতার স্বপ্ন দেখে অনেকেই। কিন্তু দুর্লভ এ পুরস্কার জয়ের পরও ককরাম এর সবটা নিজের জন্য না নিয়ে অধিকাংশই দিয়ে দিয়েছেন দাতব্য কাজে ব্যয়ের জন্য। দানের অর্থ শিল্প-সাহিত্যের কাজে ব্যয় করার নির্দেশনাও দেন তিনি।

ককরাম নিজেও জীবনের ২০টি বছর পার করেছেন অভিনয় ও মঞ্চ ব্যবস্থাপনার কাজে। মঞ্চ ছাড়ার পর থেকেই ককরাম ম্যাসাচুসেটস এ চার্চের সদস্য। ‘দ্য সোসাইটি অব সেইন্ট জন দ্য ইভাঞ্জেলিস্ট’ নামের ওই চার্চের নিবেদিতপ্রাণ একজন কর্মী হিসেবেই দারিদ্র্যপূর্ণ জীবনযাপনের এ অঙ্গীকার করেন ককরাম।

পুরস্কারের টাকা দিয়ে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবেন বলে জানান ককরাম। ওই ফাউন্ডেশন পুরো যুক্তরাষ্ট্রের শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর দেখাশোনা করবেন বলেও আশা তার।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে