বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩২:০০

যেমন ছিল ১৫ সফল ব্যক্তির প্রথম চাকরির অভিজ্ঞতা

যেমন ছিল ১৫ সফল ব্যক্তির প্রথম চাকরির অভিজ্ঞতা

এক্সক্লুসিভ ডেস্ক : কষ্টকর কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন বিশ্বের অসংখ্য সফল ব্যক্তি। পেয়েছেন খ্যাত, হয়েছেন অগণিত সম্পদের মালিক। বহু বিলিয়ন ডলারের মালিক এসব ব্যক্তিদের অনেকে জীবনের শুরুতে কারখানার শ্রমিক, সংবাদপত্রের হকার কিংবা বিভিন্ন সামগ্রী বিক্রেতা ছিলেন।

জীবনে সফলতা অর্জন করার পরেও তারা পরিশ্রমের মূল্য বোঝেন এবং পুরনো সেসব কথা বলতে লজ্জা পান না। বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে তুলে এনেছে তেমন কিছু সফল ব্যক্তির কথা। এমটিনিউজের পাঠকদের জন্য সেই প্রতিবেদনটি তুলে ধরা হলো-

১. লয়েড ব্ল্যাংকফেইন : গোল্ডম্যান স্যাকসের সিইও লয়েড ব্ল্যাংকফেইন বর্তমানে ওয়াল স্ট্রিটের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একেবারে নিম্নপদ থেকেই। তিনি ব্রুকলিনে বেড়ে ওঠেন এবং তার প্রথম চাকরি ছিল ইয়াংকি স্টেডিয়ামে কমদামে খাবার বিক্রি করা।

২. রিচার্ড ব্র্যানসন : ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসন অনেক ছোটবেলাতেই কর্মক্ষেত্রে প্রবেশ করেন। ১১ বছর বয়সে তিনি ও তার এক বন্ধু ছোট একপ্রজাতির টিয়াপাখি পালন করা শুরু করেন এবং তা বিক্রি করেন।

৩. বেথ কমস্টক : বিশ্বখ্যাত জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির সিএমও বেথ কমস্টক। তবে পেশাদার এ জীবন তিনি উচ্চপদ দিয়ে শুরু করেননি। কলেজের ছুটিতে তিনি জীবনের প্রথম কাজ নেন একটি রান্নাঘরের সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের কারখানায়। সেখানেই তিনি কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে পারেন বলে জানান। আর এজন্য তিনি গর্বিত।

৪. ওয়ারেন বাফেট : বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ও চেয়ারম্যান ওয়ারেন বাফেট ছোটবেলা থেকেই অর্থ উপার্জন ও সঞ্চয়ে আগ্রহী ছিলেন। বর্তমানে তার সাড়ে ৫৮ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। তবে তিনি ১৪ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার হকার হিসেবে।

৫. বারাক ওবামা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কে না চেনেন। কিন্তু তিনি তার কর্মক্ষেত্র শুরু করেছিলেন গ্রীষ্মকালীন একটি চাকরির মাধ্যমে। হনোলুলু দ্বীপে বেড়ে ওঠার সময় তিনি বাস্কিন-রব্বিনস আইসক্রিম বিক্রির কাজ করতেন।

৬. অপরাহ উইনফ্রে : অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে প্রথম নারী মিডিয়া বিলয়নেয়ার হিসেবে বিখ্যাত। বর্তমানে তার প্রায় তিনশ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে। তবে তার শিশুকাল মোটেই আরামদায়ক ছিল না। তিনি তার বাবার সঙ্গে ন্যাশভেইলে বাস করতেন। সে সময় তিনি একটি মুদির দোকানে কাজ করতেন।

৭. মাইকেল ডেল : ডেল আইএনসির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল সারা বিশ্বে পার্সোনাল কম্পিউটার ছড়িয়ে দিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর এতে তার নিজের সম্পদবৃদ্ধিও হয়েছে প্রচুর। বর্তমানে ১৫শ কোটি ডলারেরও বেশি অর্থসম্পদের মালিক তিনি। তবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন ১২ বছর বয়সে একটি চাইনিজ রেস্টুরেন্টে থালাবাসন ধোয়ার মাধ্যমে।

৮. ডেভিড মারডক : ডোল ফুডস-এর চেয়ারম্যান ও সিইও ডেভিড মারডক। তিনি বর্তমানে প্রায় ২৪০ কোটি ডলারেরও বেশি অর্থসম্পদের মালিক। তবে ছোটবেলায় তিনি গরিব পরিবারে বেড়ে ওঠেন। নবম গ্রেডে তিনি স্কুল ত্যাগ করেন এবং একটি গ্যাস স্টেশনে কাজ শুরু করেন। এরপর অবশ্য তিনি সেনাবাহিনীতে যোগ দেন।

৯. জ্যাকি জেহনের : ‘ওম্যান মুভিং মিলিয়নস’ নামে দাতব্য সংস্থার সিইও জেহনার। ১৯৯৬ সালে তিনি গোল্ডম্যান স্যাকসের প্রথম নারী পার্টনার  হন। তবে তরুণ বয়সে তিনি হকি খেলার মাঠে খাবার বিক্রি করতেন। আর এ সময়েই তার দ্রুত লেনদেনের অভ্যাস গড়ে ওঠে বলে জানান তিনি। তার এ অভ্যাস ছিল ওয়াল স্ট্রিটের শেয়ারমার্কেটের দ্রুত লেনদেনের অনুশীলন।

১০. টি. বুন পিকেন্স : বিপি ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান টি. বুন পিকেন্স। খুব ছোটবেলা থেকেই তিনি আগ্রাসী ব্যবসায় অভ্যস্ত হয়ে ওঠেন। পিকেন্স ছিলেন একজন সংবাদপত্র হকার। ১২ বছর বয়সে তিনি এ কাজ শুরু করেন।

১১. ক্লেয়ার ডায়াজ-অর্টিজ : টুইটারের প্রথম দিকের অন্যতম কর্মী ক্লেয়ার ডায়াজ-অর্টিজ। বর্তমানে তিনি টুইটারের অন্যতম একটি শীর্ষপদে রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের ও তারকাদের টুইটারে নিয়ে আসার পেছনে তার অবদান রয়েছে। তরুণ বয়সে তিনি শিশুদের দেখাশোনা করে কিছু সময় কাটান। তবে তার প্রথম বড় কাজ ছিল সিগারেট বিক্রি। সে সময় বিভিন্ন দোকানিদের কাছে তিনি সিগারেট বিক্রি করতেন।

১২. ডোনাল্ড ট্রাম্প : রিয়েল এস্টেট মোগল ডোনাল্ড ট্রাম্প দরিদ্র অবস্থায় বেড়ে উঠেননি। তবে তার বাবা চেয়েছিলেন সন্তানকে অর্থের মূল্য বিষয়ে উপযুক্ত শিক্ষা দিতে। এ কারণে ছোটবেলায় তাকে কাজ করতে হয় একটি কনস্ট্রাকশন সাইট থেকে খালি সোডার বোতল সংগ্রহ করা। সে সময় এ কাজ থেকে তেমন অর্থ উপার্জন করতে না পারলেও এতে তার কাজের বিনিময়ে অর্থের বিষয়টি শেখা হয় বলে জানান তিনি।

১৩. মাইকেল ব্লুমবার্গ : নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। বর্তমানে তিনি প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলারের সম্পদের মালিক। কিন্তু তিনি ছোটবেলায় মধ্যবিত্ত পরিবারেই বেড়ে ওঠেন। জন হপকিন্স ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি একটি পার্কিং লটের অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন।

১৪. মেডেলিন অলব্রাইট : যুক্তরার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট। তিনি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে কাজ করেন। তবে জীবনে প্রথম কাজ হিসেবে তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে বক্ষবন্ধনী বিক্রেতার পেশাকেই বেছে নিয়েছিলেন। আর এ পেশা থেকে তিনি কীভাবে বিভিন্ন ধরনের মানুষকে সামলাতে হয়, তা শিখেন।

১৫. চাক স্কুয়াব : চার্লস স্কুয়াব কর্পোরেশন নামে বিখ্যাত ব্রোকারেজ ও ব্যাংকিং ফার্মের প্রতিষ্ঠাতা চাক স্কুয়াব। তিনি ছোটবেলা থেকেই উদ্যোক্তার নানা গুণাগুণ শিখেছিলেন। তিনি ক্যালিফোর্নিয়ার একটি উচ্চমধ্যবিত্ত পরিবারে বড় হন। কিন্তু তিনি নিজেই অর্থ উপার্জনের জন্য সচেষ্ট হন। ছোটবেলাতেই তিনি আখরোট বিক্রি এবং বাড়িতে মুরগি পালন করতেন। যার কিছু পরে বিক্রি করেন এবং কিছু ডিমের জন্য রাখেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে