এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেট সংযোগ নেননি তাতে কী হয়েছে। আপনি অনায়াসে ফেসবুক ব্যবহার করেত পারছেন! বিষয়টি বিস্ময়কর মনে হতে পারে। তবে ভারতে এ সুবিধা পাওয়া যাচ্ছে। নয়াদিল্লিতে ইন্টারনেট বা ডেটা কানেক্টিভিটি ছাড়াই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর মোবাইল ফোন গ্রাহকরা ফেসবুক ব্যবহার করতে পারবেন।
এর জন্য বিএসএনএল গ্রাহকদের ৩ দিনের জন্য ৪ টাকা, এক সপ্তাহের জন্য ১০ টাকা ও এক মাসের জন্য ২০ টাকা দিতে হবে। প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ জোনে বিএসএনএল মোবাইল গ্রাহকরা এই পরিষেবা পাবেন এবং পরে তা উত্তর ও পশ্চিম জোনেও চালু করা হবে।
আনস্ট্রাকচার্ড সাপ্লেমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি)-র মাধ্যমে এই ফেসবুক পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল ইউটোপিয়া মোবাইলের সাথে জোট বেঁধেছে। ইউএসএসডি প্রযুক্তি টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থাগুলি গ্রাহকদের অ্যালার্ট পাঠাতে ব্যবহার করে।
বিএসএনএল জানিয়েছে, ইউএসএসডি-র মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখার সুযোগ পাবেন। তারা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা, মেসেজ পাঠানো, বন্ধুদের ওয়ালে মন্তব্য লেখা র মতো সুবিধাগুলিও পাবেন। সবধরনের হ্যান্ডসেটেই এই পরিষেবা পাওয়া যাবে।