বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৬:৪২

পুলিশের আচরণ-বিধি পর্যবেক্ষণে ড্রোন!

পুলিশের আচরণ-বিধি পর্যবেক্ষণে ড্রোন!

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্র পুলিশের আচরণ বিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা পুলিশ অপব্যবহার করবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তি।

ড্যানিয়েল সোলমন নামের ওই ব্যক্তি এই ড্রোনে ব্যবহৃত ক্যামেরা প্রসঙ্গে লস অ্যঞ্জেলস্ টাইমস্'কে বলেন, 'আমি চিন্তা করি নি যে, হাতে পরিচালিত অতিরিক্ত একটি ক্যামেরা, কিন্তু এটি অবশ্যই গুরুত্বপূর্ণ।'

তিনি আরো বলেন, 'গত এক মাস ধরেই এই প্রযুক্তির মাধ্যমে পুলিশের আচরণ-বিধি পর্যবেক্ষণ করে দেখা গেছে, পুলিশ তাদের দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার করছে না।'

ড্রোন প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আমি দেখেছি যে, এটি খুব সহজে উড়ে এবং এর মাধ্যমে আমি পুলিশি কার্যক্রমের অনেক সাধারণ দৃশ্যগুলোও পর্যক্ষেণ করেছি। কিন্তু আমার পথে যাওয়ার জন্য এটার কিছু সমস্যা রয়েছে, যার জন্য আমাকে নিরলস শ্রম দিতে হবে।'

এ প্রসঙ্গে লস অ্যাঞ্জেলস পুলিশের কমান্ডার এন্ড্রো স্মিথ বলেন, 'সাধারণ নাগরিকদের উড়ানো এই ড্রোনের অবির্ভাব পুলিশের চোখ খুলে দেওয়ার (আই ওপেনার) বিষয়। আইন প্রয়োগকারী সংস্থাকেও এ বিষয়ে মনোযোগী হতে হবে।'  সূত্র: দি ওয়াশিংটন টাইমস্।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে