এক্সক্লুসিভ ডেস্ক : আগামী অক্টোবরে সবচেয়ে দীর্ঘজীবী জোড়লাগা যমজ মানুষ হতে যাচ্ছেন রনি ও ডনি গ্যালিয়ন। ওই মাসে ৬৩ বছর পা রাখবেন এই যমজ।
ইতোমধ্যে থাই যমজ চ্যাং ও এঙ বানকারকে ছাড়িয়ে গেছেন রনি ও ডনি। ১৮৭৪ সালে ৬২ বছর আট মাস ছয় দিন বয়সে নর্থ ক্যারোলিনায় মারা গিয়েছিলেন চ্যাং ও এঙ। আগামী অক্টোবরে রনি ও ডনি ইতালির যমজ গিয়াকোমো ও গিওভানি বাতিস্তাকে টপকে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই যমজ ১৯৪০ সালে ৬৩ বছর বয়সে মারা গিয়েছিলেন। তবে তাদের সঠিক জন্ম তারিখ জানা যায়নি।
রনি ও ডনি দুজন হলেও তাদের কোমর একসাথে লাগানো। তাদের দুটি করে হাত, দুটি করে পা রয়েছে। হৃদপিণ্ড ও পাকস্থলীও আলাদা।
তাদের জন্ম ১৯৫১ সালের অক্টোবরে ওহাইয়োতে। আলাদা করতে চিকিৎসকেরা তাদেরকে দুই বছর হাসপাতালে রেখে দিয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর উভয় শিশু বেঁচে যাবে, এমন নিশ্চয়তা না দিতে পারায় শেষ পর্যন্ত তারা একসাথেই বাড়ি ফেরেন।
যমজ রনি ও ডনি মনে করেন, সেটা ছিল সর্বোত্তম সিদ্ধান্ত।
তারা উত্তর ও দক্ষিণ আমেরিকায় বিভিন্ন সার্কাসে অংশ নেন।
সাধারণত প্রতি দুই লাখ শিশুর মধ্যে একটি জোড়ালাগা শিশুর জন্ম হতে পারে। তাদের বেঁচে থাকার হার ৫ থেকে ২৫ ভাগ। সূত্র : ইন্টারনেট।