বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ১২:০৫:৪৪

টানা ১৭ বছর ধরে মাটি-বালি-কাঁকড় খেয়েই বেঁচে ইনি!

টানা ১৭ বছর ধরে মাটি-বালি-কাঁকড় খেয়েই বেঁচে ইনি!

এক্সক্লুসিভ ডেস্ক : মাটি খেয়ে মা যশোদাকে ব্রহ্মান্ড দর্শন করিয়েছিল ছোট্ট কানাই৷ তিনি অবশ্য অবতার ছিলেন৷ তবে ছোটবেলায় কমবেশি অনেকেই মাটির স্বাদ পেয়েছেন৷ রোজকার ডায়েটে মাটি-বালি-কাঁকড় খেয়েও সুস্থ সবল হজম শক্তি।  এ কেবল রামেশ্বরের পক্ষেই সম্ভব৷

পেশায় কৃষক রামেশ্বর উত্তর প্রদেশের মুরাদাবাদের বাসিন্দা৷ থাকেন ভারতের উত্তরাখণ্ডে৷ তার অদ্ভুত এই খাদ্যাভ্যাস শুরু হয় ১৭ বছর আগে৷

হঠাৎই মুখ থেকে রক্ত উঠে আসছিল রামেশ্বরের৷ ডাক্তারকে দেখানো হলে তিনি বলেন, এ রোগের কোনো উপশম নেই৷ এরপর থেকেই মাটি খাওয়া শুরু করেন রামেশ্বর৷ রোজ নিয়ম করে ৫০০ গ্রাম মাটি, বালি ও কাঁকড় খান তিনি৷

আশ্চর্যের বিষয় হলো মাটি-বালি-কাঁকড় খাওয়ার পর থেকেই সুস্থ হতে শুরু করেন রামেশ্বর৷ এখনো তার অদ্ভুত ডায়েট অব্যাহত এবং দিব্যি বহাল তবিয়তেই আছেন৷ উপরন্তু মাটি খাওয়ার সুবাদে এখন বেশ পরিচিত রামেশ্বর৷
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে