বিয়ে বা কোনো বন্ধনে অন্যের সাথে নিজেকে জড়ানোর আগে কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেখা খুব প্রয়োজন।
১. নিজের মূল্য : নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা মানে হলো আপনি অন্য আরেকজনকেও নিজের মতোই ভাববেন। এবং নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে যে মানুষটির সাথে জড়াবেন তার অপর বেশি নির্ভরশীল থাকবেন না। এতে করে সম্পর্কে আশা থাকবে অনেক কম এবং আশা ভঙ্গের কষ্টও কম হবে।
২. সময় দেয়া : আপনি আপনার সঙ্গীকে চাইলেই সময় দিতে পারছেন না তাহলে আপনাদের মধ্যকার সম্পর্ক গভির হওয়ার সুযোগই পাবে না। সময় অনেক বড় একটি ব্যাপার। আপনার সঙ্গী অবশ্যই আপনার কাছ থেকে সময় আশা করবেন।
৩. বন্ধুমহল : ভালো বন্ধু আপনার জীবনের সিদ্ধান্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনার ভালো বন্ধুটি আপনার অনেক ভুল ধরিয়ে দিতে পারবেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয় না।
৪. আর্থিক সচ্ছলতা : বিয়ের পূর্বে নিজের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ ভালো করে খতিয়ে দেখা উচিত। কারণ বিয়ের পড়ে আপনার জীবনে আরও অনেক নতুন মানুষ যোগ হবেন যাদের প্রতি আপনার অনেক দায় দায়িত্ব থাকবে। সেই সকল দায় দায়িত্ব এবং চাওয়া পাওয়া পূরণের জন্য যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন তা বিয়ের পূর্বে বিবেচনায় আনা উচিত।
৫. পূর্বের সম্পর্ক : মানুষের অতীত থাকতেই পারে। কিন্তু নিজে সৎ থেকে নিজের পূর্ববর্তি সকল ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ।
৬. নিয়ন্ত্রণ : রেগে গেলে কিংবা আবেগি হয়ে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই মনমানসিকতা যদি না থাকে তবে সম্পর্কে যাবেন না।
৭. সমঝোতার মনোভাব : বিয়ের সম্পর্ক পুরোটাই দুপক্ষের সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় গভীর হয়। এক পক্ষের ছাড় এবং সমঝোতায় কখনোই সুখি জীবন যাপন সম্ভব নয়।