বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৪:০৭

ইন্টারনেটে ক্যামেরন-ন্যানির কামাতুর ছবি!

ইন্টারনেটে ক্যামেরন-ন্যানির কামাতুর ছবি!

এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেটে ডেভিট ক্যামেরন-ন্যানির কামাতুর ছবি প্রকাশিত হয়েছে! তার মধ্যে পাঁচটি ছবিতে তাকে নগ্ন কামাতুর রূপে দেখা যায়। আর এ ছবিগুলোইনিয়ে উঠেছে বিতর্কের ঝড়। ছবিগুলোকে প্রতিশোধ পর্ষদ হিসেবে ব্যাখ্যা করেছে একটি চ্যারিটি সংস্থা।

ডেভিড ক্যামেরনের পরিবার যখনই ছুটি কাটাতে গেছেন সঙ্গে দেখা গিয়েছে এই নারীকে। ক্যামেরন পতœী সামান্তার অতি ঘনিষ্ঠ তিনি। আশঙ্কা করা হচ্ছে, হয়তো বা কোনওরকম ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন তিনি। তবে নারী জানিয়েছেন, তার কোনো সাবেক প্রেমিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ছবিগুলো পোস্ট করেছেন।

ছবিগুলি প্রকাশ করা হয়েছে একটি অ্যাডাল্ট সাইটে। ছবির পাশে রয়েছে ভিডিও এবং ওয়েবক্যাম চ্যাটের অপশনও। যদিও, নারীর নাম বা অন্যান্য পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি ছবিতে। এ ধরনের ঘটনা বিদেশে রিভেঞ্জ পর্নো হিসেবে প্রচলিত।

ইউকে সেফার ইন্টারনেট সেন্টার লওরা হিগিংস জানান, এইসব ক্ষেত্রে প্রতিশোধ নিতে মানুষ অন্যের ফেসবুক প্রোফাইল, মেসেজ বা পরিবারের সদস্যদের ছবিও ব্যবহার করে থাকে। এই ঘটনা হামেশাই ঘটে থাকে এবং যে কোনও কারও ক্ষেত্রেই ঘটতে পারে বলে জানিয়েছেন লওরা।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে