সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বেসেলের মার্টিন নাইফেলার এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্র্যাডলি ফুসির গবেষণায় উঠে এসেছে এই অদ্ভুত মাকড়সার তথ্য। বিজ্ঞানবিষয়ক জার্নাল প্লস ওয়ানে প্রকাশিত হয়েছে প্রতিবেদন।
অ্যান্টার্কটিকায় সন্ধান মিলেছে এই মাকড়সার। তারা জলাভূমির আশপাশে থাকে। এরা পানির ওপর দিয়ে চলতে পারে এমনকি ডুব দিতেও পারে। মাছ ধরতে এরা একটা লাফ দেয় পানির ওপর।
এরা সাধারণত মাছের ঘাড়ের দিকে একটা কামড় বসিয়ে দেয়। আর তাতেই মারা যায় মাছটি। কয়েক মিনটি সময় লাগে মাছটির মারা যেতে। এ সময় মাকড়সাটি পানি থেকে সরে গিয়ে মাছটির মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তার পর তুলে আনে পানি থেকে। সূত্র : হাফিংটন পোস্ট