বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৯:২৭

যে কারণে জরুরি সকালের নাশতা!

যে কারণে জরুরি সকালের নাশতা!

এক্সক্লুসিভ ডেস্ক : সকালের নাশতা একজন মানুষের জন্য খুবই জরুরি। আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সকালের নাশতা করাটা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। শক্তি জোগানোর পাশাপাশি সারাদিন ধরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে সকালের নাশতা।

সকালের নাশতাকে অনেকেই দিনের সবচেয়ে জরুরি খাবার বলে মনে করেন। কিন্তু এরপরও কিছু মানুষ আছেন যারা নানা কারণেই সকালের নাশতায় ফাঁকি দেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা বেশি পরিমাণে ক্যালরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও তা সাহায্য করে।

সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের গবেষকেরা দুই দল মানুষের ওপর লাগাতার ছয় সপ্তাহ পরীক্ষা চালিয়ে সকালের নাশতা-সংক্রান্ত এ গবেষণা করেন। একদল যারা নিয়মিত সকালে নাশতা করেন। আরেক দল যারা নিয়মিত নাশতা করেন না।

এতে দেখা যায়, নাশতা করা দলের সদস্যরা বেলা ১১টার মধ্যেই শরীরে প্রায় ৭০০ ক্যালরি শক্তির জোগান পান। অন্যদিকে, নাশতা না-করা দলের সদস্যরা দুপুর ১২টার মধ্যেও শরীরে অতিরিক্ত কোনো শক্তির জোগান পান না। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে।

গবেষক দলটির প্রধান জেমস বেট বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো যারা সকালে নাশতা করেন, তারা বেশি ক্যালরি পোড়াতে সক্ষম।’ তিনি আরও বলেন, অনেক মানুষই ভাবেন খাদ্য গ্রহণ এবং পরিপাক ক্রিয়া বাড়ার কারণেই এটা হয়ে থাকে।

কিন্তু আসলে এটা ঘটে শারীরিক সক্রিয়তার কারণে। সকালের নাশতা করা এবং তার পরবর্তী সময়টায় তারা অনেক বেশি সক্রিয় থাকেন। খেলে মানুষজন হাঁটাচলা করেন, নড়াচড়া করেন আর এই শারীরিক সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ।

এ ছাড়াও এ গবেষণায় দেখা গেছে, যারা সকালে নাশতা করেন দিন গড়াতে থাকলেও তাদের শরীরে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে, যারা সকালের নাশতায় ফাঁকি দেন, দিনের শেষভাগে তাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে থাকে।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে