রবিবার, ২৯ মে, ২০১৬, ০৭:১৬:৩৬

মহাকাশে এবার তৈরি হচ্ছে ঘর!

মহাকাশে এবার তৈরি হচ্ছে ঘর!

এক্সক্লুসিভ ডেস্ক :  এবার মহাকাশে বানানো হচ্ছে বাসযোগ্য ঘর।  পৃথিবীতে জায়গা কমে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে নাসা!

শোনা যাচ্ছে, পৃথিবীতে যেভাবে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে বাস করা দায় হয়ে পড়বে।  এমনটাই ধারণা অনেকের।

মহাকাশ গবষণাকেন্দ্র নাসা এবার মহাকাশের বুকেই ঘর বানাচ্ছে।  এরই মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটছে নাসা।  প্রাথমিক পরীক্ষায় এরই মধ্যে তারা সফলও হয়েছে।

মহাকাশচারী জেফ উইলিয়ামস ৭ ঘণ্টার চেষ্টা চালিয়ে ৬৭ ইঞ্চি লম্বা ওই ঘরে অক্সিজেনপূর্ণ হাওয়া ভরতে সক্ষম হয়েছেন।  এবার তাই বড় আকারের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে নাসার।

চাঁদ বা মঙ্গলগ্রহ অভিযানে গিয়ে মহাকাশচারীরা যাতে পৃথিবীর আবহাওয়া পেতে পারেন সেজন্য বেশ কিছুদিন ধরেই এ চেষ্টা চালাচ্ছিল নাসা।  সেই চেষ্টা এবার সফল হতে যাচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

জানা গেছে, একটি বেসরকারি সংস্থা মহাকাশে ঘর তৈরি করছে।  পুরোপুরি তৈরি হয়ে গেলে ঘরটির আয়তন দাঁড়াবে ১৩ ফুট লম্বা এবং ১০.৫ ফুট চওড়া। খুব তাড়াতাড়িই ঘরটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে মনে করছে নাসা।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে