রবিবার, ২৯ মে, ২০১৬, ১১:০৩:২৫

বাদুড়ের উপদ্রবে ঘরবন্দী মানুষ, জরুরি অবস্থা জারি!

বাদুড়ের উপদ্রবে ঘরবন্দী মানুষ, জরুরি অবস্থা জারি!

এক্সক্লুসিভ ডেস্ক : বাদুড়ের দখলে এখন শহরটি।  সেই শহরে মানুষের সংখ্যা ১১ হাজারের সামান্য বেশি।  আর বাদুড়ের সংখ্যা অন্তত ১ লাখ।  এবিপির এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

তাদের ডানা ঝাপটানির চোটে কোণঠাসা হয়ে পড়েছে মানুষ।  বাদুড়ের উপদ্রবে খোলা যাচ্ছে না বাড়ির জানালা, পড়ায় মন দেয়া যাচ্ছে না, বাইরে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

নিজেদের বাড়িতেই কার্যত বন্দি হয়ে থাকতে হচ্ছে তাদের।  সংখ্যালঘু হয়ে পড়া মানুষরা প্রতিকার চাচ্ছেন।

বাদুড়ের এহেন দাপট অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস প্রদেশের বেটম্যানস বে শহরে।  ছোট্ট এ শহরের প্রতিটি গাছ এমনকি বাড়িঘরেও বাসা বেঁধেছে বাদুড়ের দল।

ফলে চরম সমস্যায় পড়েছেন শহরের বাসিন্দারা। প্রশাসন বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করেছে।  বাদুড় তাড়ানোর উপায় খোঁজা হচ্ছে।

অস্ট্রেলিয়ার আইন অনুসারে বাদুড় বিপন্ন প্রাণী।  তাই তাদের মারা যাবে না।  একমাত্র তাড়িয়ে দেয়া যেতে পারে।  গাছ কেটে বা শহরজুড়ে ধোঁয়া ছড়িয়ে বাদুড় তাড়ানোর চেষ্টা চলছে।

পশুপ্রেমী সংগঠনগুলো অবশ্য ধৈর্য ধরার কথা বলছে। তাদের দাবি, কোনো কারণে ওই শহরে বাদুড়ের দল বাসা বেঁধেছে।  

তারা কিছুদিন পরই আবার অন্য জায়গায় চলে যাবে। তবে স্থানীয় মানুষ আর ধৈর্য্য ধরে থাকতে নারাজ। তারা অবিলম্বে বাদুড় তাড়ানোর দাবি জানাচ্ছেন।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে