সোমবার, ৩০ মে, ২০১৬, ০৫:০৩:৩৮

হিটলারের বহু কর্মের সাক্ষী টাইপিং মেশিন বিক্রির জন্য অনলাইনে

হিটলারের বহু কর্মের সাক্ষী টাইপিং মেশিন বিক্রির জন্য অনলাইনে

এক্সক্লুসিভ ডেস্ক : সাড়ে নয় পাউন্ড দাম উঠেছে অ্যাডলফ হিটলারের টেলিপ্রিন্টার (টাইপিং মেশিন)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এই টেলিপ্রিন্টারটি ব্যবহার করেছিলেন। এটি বর্তমানে বিক্রির জন্য অনলাইন শপিং সাইট ‌‘ইবে ডট কম’-এ। এই প্রিন্টারটি বহু ইতিহাসের সাক্ষী।
 
জানা গেছে, এই মেশিনের মাধ্যমে জেনারেলদের সঙ্গে গোপন কোডে আলোচনা চালাতেন তিনি। ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিংয়ের স্বেচ্ছাসেবকরা ইবে ঘেঁটে সন্ধান পান এই টেলিপ্রিন্টারের। ইবে-র বিজ্ঞাপনে এটিকে বলা হয়, টেলিগ্রাম মেশিন, দাম চাওয়া হয় সাড়ে নয় পাউন্ড। এসেক্সের একটি গ্যারাজে এতদিন মেঝের ওপর ধুলোয় পড়ে ছিল এই টেলিপ্রিন্টার।
 
টাইপরাইটারের মত দেখতে এই যন্ত্রটিতে জার্মান ভাষায় মেসেজ টাইপ করা হত। তারপর ওই মেসেজ পরিবর্তিত হত গোপন কোড ল্যাঙ্গুয়েজে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টপ সিক্রেট তথ্য আদান প্রদান করতেন হিটলার ও তাঁর জেনারেলরা। মেশিনটির গায়ে জার্মান সেনার অফিসিয়াল ওয়ারটাইম নাম্বার খোদাই করা রয়েছে। স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন, ওই মেশিনে জার্মানে লেখালেখি করে যুদ্ধের সময় তৈরি গোপন কোড ভেদ করতে।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে