বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২২:১৬

বিশ্বকাপ ফুটবলের সেরা যত পুরস্কার

বিশ্বকাপ ফুটবলের সেরা যত পুরস্কার

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বকাপ মানেই পুরস্কার আর পুরস্কার। বিশ্বকাপ জুড়ে যারা ভালো পারফরম্যান্স করে তাদের জন্য থাকে অসংখ্য পুরস্কার। তারমধ্যে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ ইত্যাদি অন্যতম।


বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমারদেরকে এ পুরস্কারগুলো প্রদান করা হয়। খেলোয়াড় ছাড়াও টুর্নামেন্টে সুন্দর খেলার জন্য দলকেও দেওয়া হয় বিশেষ পুরস্কার। এবার জেনে নিন তেমনই কয়েকটি পুরস্কার সম্পর্কে

১. গোল্ডেন বল : টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল অ্যাওয়ার্ড। এজন্য দুটি সেমিফাইনাল খেলার পরই ফিফা দশ জন খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। এবারও করবে। সাংবাদিক এবং ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ সেরা খেলোয়াড় কে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে। সেরা খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়কে দেওয়া হয় যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জের বল। ফিফা ১৯৮২ সাল থেকে অ্যাডিডাস গোল্ডেন বল অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

২. গোল্ডেন বুট : টুর্নামেন্টে যে খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেন তাকেই দেওয়া হয় এ পুরস্কার। তবে এক্ষেত্রে দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে গোল তৈরির ক্ষেত্রে খেলোয়াড়দের মোট সহযোগিতার [টোটাল এসিস্ট] মাধ্যমে সেরা গোলদাতা নির্ধারণ করা হয়। এর মাধ্যমেও সমাধান না আসলে যে খেলোয়াড় সবচেয়ে কম সময় খেলে বেশি গোল দিয়েছেন তাকেই চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। ২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির টমাস মুলার ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।

৩. গোল্ডেন গ্লাভ : বিশ্বকাপে অংশ নেওয়া গোলরক্ষকদের মধ্যে সেরা গোলরক্ষককে অ্যাডিডাস গোল্ডেন গ্লাভ প্রদান করা হয়ে থাকে। সেরা গোলরক্ষক নির্ধারণ করে থাকে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। তবে ২০০৬ সাল পর্যন্ত এ পুরস্কারের নাম ছিল ইয়াসিন অ্যাওয়ার্ড। সাবেক গোলরক্ষক লেভ ইয়াসিনের সম্মানে এমন নামকরণ করা হয়েছিল। গতবার সেরা গোলরক্ষক হিসেবে এ পুরস্কার পেয়েছিলেন স্পেনের অধিনায়ক আইকার ক্যাসিয়াস।

৪. হুন্দাই ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড : প্রথম বিশ্বকাপ খেলতে এসেই যে তরুণ খেলোয়াড় বিশ্বমঞ্চে ঝড় তুলেন তাকেই দেওয়া হয় ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। এক্ষেত্রে খেলোয়াড়ের দক্ষতা, স্টাইল ও ক্যারিশমা বিবেচনায় নেওয়া হয়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ বরাবরের মতো এবারও টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় বাছাই করবে। তবে এক্ষেত্রে বিবেচনায় আসার জন্য কোনো খেলোয়াড়কে অবশ্যই ১ জানুয়ারি ১৯৯৩ বা তার পরে জন্ম নিতে হবে।

৫. ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : পুরো টুর্নামেন্টজুড়ে যে দল সেরা শৃঙ্খলা বজায় রেখে খেলে সে দলকেই দেওয়া হয় এ পুরস্কার। তবে এ পুরস্কারের জন্য বিবেচনায় আসতে হলে কোনো দলকে অবশ্যই নকআউট পর্ব পর্যন্ত পৌঁছাতে হবে। গতবার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সূত্র : ইন্টারনেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে