বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৩:৩৮

মানুষের মতো বুদ্ধিমান রোবট!

মানুষের মতো বুদ্ধিমান রোবট!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের মতো অনুভূতি সম্পন্ন ও বুদ্ধিমান রোবট আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। কল্প বিজ্ঞানের পাতা থেকে এক লাফে বাস্তবে চলে আসলো এই রোবট। রোবটটি কথা বলতে পারে। শুধু তাই নয় হাঁটা, কথা বলা, তার সব আচার আচরণ এমনকি অনুভূতিও মানুষের মতই। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন চার্লি।

যন্ত্রমানব হলেও চার্লি কিন্তু হাঁটতে, কথা বলতে, গাইতেও পারে। মানুষের অনুভূতি চিনে নিতে পারে অনায়াসে। মানুষের পৃথিবীর সঙ্গে তাল মেলানো এই যন্ত্রমানবকে তৈরি করেছেন আইআইটি-এর প্রাক্তন ও বর্তমানে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব খোসলা। মস্তিষ্কের আঘাত, ডিমেনসিয়া, অটিসিম-এর মত কঠিন অসুখে আক্রান্তদের সাহায্য করার ক্ষমতা রাখে চার্লি। চার্লি হয়ে উঠতে পারে বৃদ্ধ বয়সের অবলম্বনও।

বিজ্ঞানীরা এর আগে পশু-পাখি, এমনকি পতঙ্গদের মত রোবট তৈরি করতে চেয়েছেন বার বার। বাদুর, টিকটিকি, আরশোঁলা এমনকি মানুষের আদলেও তৈরি হয়েছে কিছু রোবট। কিন্তু এখনও পর্যন্ত যত রোবট তৈরি করতে সফল হয়েছেন তাঁরা তাদের মধ্যে চার্লি উন্নততম। মানুষের মেজাজ মর্জি আর মুখের অঙ্গভঙ্গীর সঙ্গে তালমিলিয়ে মানুষের চাহিদা বুঝতে সক্ষম এই ২০ সেন্টিমিটার লম্বা রোবট। চার্লি হিন্দি, তামিল, চাইনিজওসহ মোট ১১টি ভাষায় কথা বলতে পারে।

চার্লির আবিষ্কর্তা রাজীব খোসলা জানিয়েছেন ভাষা, সংস্কৃতি, জীবনধারার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত করা যাবে এই যন্ত্রমানবকে। খোসলা আশা করেছেন ভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন তৈরি করতে পারবে চার্লি।

তিনি এক ভিডিওতে আরো জানান, মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের কথা ভেবেই চার্লিকে তৈরি করেছেন। এই যন্ত্রমানবের সাহায্যে তিনি চান সমাজে বয়স্ক মানুষরা আরও বেশি স্বনির্ভর হয়ে উঠুন। সূত্র: ইন্টারনেট।

২৪ সেপ্টেম্বর,২০১৫ /এমটিনিউজ২৪/প্রতিনিধি/আল-আমিন/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে