মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০৬:৩০:২৩

১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করে আয় মাত্র ১ টাকা!

১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করে আয় মাত্র ১ টাকা!

এক্সুসিভ ডেস্ক : ১০০০ কেজির পেঁয়াজ বিক্রি করে কৃষকের আয় হল মাত্র ১ টাকা।

ভারতের পুনের কৃষক দেবীদাস মারুতি, বয়স ৪৮। দেবীদাস, নাসিকের পাইকারি বাজারে ৯৫২ কেজি পেঁয়াজ বিক্রি করার পর ফসল উৎপাদনের লাভ হিসেবে হাতে পান মাত্র ১টাকা। দুঃস্বপ্নের এই ঘোর এখনো কাটছে না দেবীদাসের।

৯৫২ কেজি পেঁয়াজ বিক্রির পর দেবীদাস পাইকারি বাজার থেকে অর্জন করেন ১৫২৩.২০ টাকা। প্রতি কেজির দাম ২ টাকার থেকেও কম। এই পেঁয়াজ বাড়ি থেকে নিয়ে আসতে তার খরচ হয়েছিল ১৩২০ টাকা। কমিশন হিসেবে দিতে হয়েছে ৯১.৩৫ টাকা। লেবার চার্জ পড়েছে ৭৭.৫৫ টাকা আর ৩৩ টাকা খরচ হয়েছে অন্যান্য খাতে। এই খরচের হিসেবকে যোগ করলে মোট হয়- ১৫২১.৯ টাকা।

অর্থাৎ পেঁয়াজ বিক্রি করে তার আয় দাঁড়াল-১.৩ টাকা। ওই টাকা নিয়েই বাড়ি ফিরেছেন পুনের কৃষক দেবীদাস মারুতি। এমনটা প্রথমবার নয়, এই মৌশুমে দেবীদাস তার ফসলের দাম পায়নি, উল্টো তার মোট ক্ষতির পরিমাণ অন্তত ৮০ হাজার টাকার।

বিষাদ ভরা কণ্ঠে দেবীদাস বলছেন, "সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে না খেতে পেয়ে মরে যেতে হবে, বেছে নিতে হবে আত্মহত্যার পথ"।-জিনিউজ
৩১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে