বুধবার, ০১ জুন, ২০১৬, ০৪:১৪:৫৩

চলন্ত গাড়িকে ধাওয়া করে কেন কুকুর, জানেন?

চলন্ত গাড়িকে ধাওয়া করে কেন কুকুর, জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : রাস্তায় সচরাচরই দেখা যায়, চলন্ত গাড়িকে ধাওয়া করছে কুকুর।  কেন ধাওয়া করছে বিষয়টি জানা না থাকলেও কিন্তু দৃশ্যটি সবাই অবলোকন করে থাকি।

এর পেছনে মূলত দু’টো কারণ রয়েছে বলে মনে করা হয়।  সেই দু’টি কারণ কারো কারো জানা থাকলেও আবার অনেকেরই অজানা।  তাহলে জেনে নিই কি সেই কারণ?

চলন্ত গাড়ির পেছনে কুকুরকে ধাওয়া করতে দেখেছেন নিশ্চয়ই।  জোরে ডাকতে ডাকতে অনেক সময়ই চলন্ত গাড়িকে তাড়া করে রাস্তার কুকুরগুলো।

এর পেছনে মূলত দু’টো কারণ রয়েছে বলে ধারণা করা হয়।  প্রথমত, কুকুরগুলো গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে।  

ফলে অনেক গাড়িতেই কুকুরের প্রস্রাবের গন্ধ লেগে থাকে।  সেই গন্ধ যখন অন্য কোনো কুকুরের নাকে যায়, তারা ভাবে তাদের এলাকায় বাইরে থেকে কোনো কুকুর ঢুকে পড়েছে।

সেই ভাবনা থেকেই যে গাড়ির চাকা থেকে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ পায়, সেই গাড়িটিকেই তাড়া করে কুকুরগুলো।

আর একটি মত হলো, চলন্ত বা ধাবমান কিছুকে ধাওয়া করা কুকুরদের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে পড়ে। যেমন শিশুরা দৌড়ালে বা কুকুরের দিকে বল বা ফ্লাইং সসারের মতো জিনিস ছুড়ে দিলে সেদিকে ছুটে যায় কুকুর।  

সেই প্রবণতা থেকেও চলন্ত গাড়ির পেছনে অনেক সময় ছুটে যায় কুকুর।
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে