বুধবার, ০১ জুন, ২০১৬, ০৫:০৭:৩৪

১০ বছর বয়সেই সাংবাদিক, জনপ্রিয়তা তার বিশ্বব্যাপী!

১০ বছর বয়সেই সাংবাদিক, জনপ্রিয়তা তার বিশ্বব্যাপী!

এক্সক্লুসিভ ডেস্ক : জান্না জিহাদ আয়াদের বয়স মাত্র ১০ বছর৷ ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবি সালেহ এলাকার বাসিন্দা জান্না।  এরই মধ্যে সাংবাদিক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছে৷

তার বেশির ভাগ ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিবাদ মিছিলে অন্য শিশুদের সঙ্গে যোগ দেয় জান্না৷ মাত্র ৭ বছর তখন থেকেই একটি হ্যান্ডি ক্যামেরা দিয়ে তার গ্রামে ইসরাইলি সেনাদের কর্মকাণ্ডের ভিডিও করা শুরু করে সে৷

জান্না'র যে ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, ইসরাইলি সেনাদের জান্না বলছে, ‘তোমরা সন্ত্রাসী, তোমরা মানুষকে ভয় দেখাতে চাও৷ কেউ তোমাদের পছন্দ করে না৷ সবাই আমাদের ভালোবাসে, তোমাদের নয়৷'

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জান্না বলেছে, ‘অনেক সাংবাদিকই আমাদের এখানকার খবর বিশ্বের দরবারে পৌঁছাতে পারেনি৷ তাই ভাবলাম, আমার গ্রামের খবর আমিই পৌঁছে দেই৷'

জান্না'র চাচা একজন আলোকচিত্রী এবং তার কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে ভিডিও করা শুরু করে সে৷

জান্না জানায়, প্রাপ্ত বয়স্ক সাংবাদিকরা কোনো ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ইসরাইলি সেনারা তাদের ক্যামেরা কেড়ে নেয়৷ কিন্তু সে শিশু হওয়ায় তাকে উপেক্ষা করে৷ ফেসবুকে তার একটা পেজও আছে৷

আর সেখানে তার অনুসারীর সংখ্যা ২২ হাজার৷ তার বেশির ভাগ প্রতিবেদন আরবি আর ইংরেজিতে৷ জান্না জানিয়েছে, বড় হয়ে সে সিএনএন-এর রিপোর্টার হতে চায়।  কেননা সিএনএন কখনোই ফিলিস্তিনের পক্ষে কথা বলে না৷ সূত্র : ডয়চে ভেলে
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে