বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০২:৩০:০৮

জানেন? এবার মাটির প্রায় আড়াই কিলোমিটার নিচে বিশাল রেল টানেল!

জানেন? এবার মাটির প্রায় আড়াই কিলোমিটার নিচে বিশাল রেল টানেল!

এক্সক্লুসিভ ডেস্ক: অবশেষে খুলল বিশ্বের দীর্ঘতম ও গভীরতম ট্রেন টানেল। স্যুইত্‍‌জারল্যান্ডের ৫৭ কিলোমিটার দীর্ঘ গদার্ড বেস টানেল দিয়ে ট্রেন ছুটবে আল্পস পর্বতের নীচ দিয়ে। এর গভীরতাও পৃথিবীর মধ্যে সর্বাধিক। ভূ-পৃষ্ঠ থেকে ২.৩ কিলোমিটার গভীরে তৈরি হয়েছে এই রেল সুড়ঙ্গ। ১৯৪৭ সালে গদার্ড পাসের নীচ দিয়ে রেল টানেল তৈরির প্রাথমিক ডিজাইনটি তৈরি করেছিলেন স্যুইস ইঞ্জিনিয়ার কার্ল এডুয়ার্ড গ্রুনার। তবে লাল ফিতের ফাঁসে দীর্ঘদিন সেই প্রকল্পের কাজই শুরু হয়নি। অবশেষে ১৯৯৯ সালে শুরু হয় টানেল তৈরির কাজ। ১৭ বছর কাজ চলার পর বুধবার উদ্বোধন করা হল বিশ্বের দীর্ঘতম এই রেল টানেলের। এই টানেল তৈরিতে খরচ পড়েছে ১২ বিলিয়ন ডলার।


এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে আনুষ্ঠানিক প্রথম সফরে যাত্রা করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অঁল্যাদ, ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জি-সহ অন্যান্য স্যুইস আধিকারিকরা। সেলিব্রেশনে বাড়তি মাত্রা এনে দেয় টানেলের থিম সং, মিউজিক ব্যান্ডের ছন্দ আর গান-নাচের অনুষ্ঠান। এই টানেল হওয়ায় জুরিখ থেকে মিলান যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৪০ মিনিট। যেটা এতদিন লাগত আরও একঘণ্টা বেশি। বুধবার উদ্বোধন করা হলেও টানেলটি একেবারে খুলে দেওয়া হবে ডিসেম্বর মাসে। গদার্ড বেস টানেল টেক্কা দিল জাপানের ৫৩.৯ কিলোমিটার দীর্ঘ সেইকান টানেলকে। এতদিন পর্যন্ত সেটাই ছিল বিশ্বের দীর্ঘতম রেল টানেল।-এই সময়

২জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে