বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৪:১৭:৪৫

রাতে এক ডাকে সাড়া দেবেন না কেন?

রাতে এক ডাকে সাড়া দেবেন না কেন?

এক্সক্লুসিভ ডেস্ক: বহুদিন ধরে এই সমাজে একটা রীতি প্রচলিত আছে যে রাতের বেলা কেউ যদি ডাকে তাহলে কখনই এক ডাকে সাড়া দিতে নেই। এই প্রচলিত রীতি সমাজ এখন ব্যপক দেখা যায়। তাই এখন প্রশ্ন জাগে কেন এক ডাকে সাড়া দেওয়া উচিত হবে না৷ এমনকি ঘরের লোকও যদি বাইরে থেকে ডাকে তাহলেও একবার ডাকলেই সেই ডাকে সাড়া দেওয়া উচিত হবে না। এই সংস্কারের পিছনে একটি যুক্তি রয়েছে৷ কারণ রাতে মানুষ ঘুমোবার সময় তার শরীর অচেতন অবস্থায় থাকে।

এই সময় কানে কোনও ডাক পৌঁছলেও তা সঠিক ভাবে বোঝা নাও যেতে পারে৷ অর্থাৎ সেক্ষেত্রে কে ডাকছে তা শুনতে ভুলও হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে একবার শুনেই  ধড়মড় করে উঠে দরজা খুলতে গেলে দুষ্ট লোকেরা সুযোগ নিতে পারে৷ ফলে জীবন অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে৷ কাজেই মনোবিজ্ঞানের দিক থেকেও এটা বাস্তবসম্তত।-কলকাতা২৪

২জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে