বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৪:৩৪:৪৪

চৈত্র মাসে বিয়ে করতে নেই কেন?

চৈত্র মাসে বিয়ে করতে নেই কেন?

এক্সক্লুসিভ ডেস্ক: ধর্মীয় রীতি নীতি অনুযায়ী বিয়ে হয় নারী পুরুষের। আর সেই বিয়ে যদি এক মাসের জন্য বাধা হয়ে দাড়ায়। তবে কেন এই মাসে বিয়ে করতে নেই এমন প্রশ্ন থেকে যায়। শাস্ত্র মতে চৈত্র মাসে বিয়ে হলে কন্যার মদনোন্মত হয়৷ অর্থাৎ মানসিক জর্জরিত হয় , যেটা কারও শরীরের পক্ষে আদৌ মঙ্গলজনক নয়। বিজ্ঞানও এ কথা স্বীকার করে যে প্রখর তপ্ত আবহাওয়ায় মানুষের শরীরে উত্তেজনা ভাব বেশি জাগে৷ এমনকি শীতপ্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের ছেলে মেয়েদের মধ্যে বেড়ে উঠে অনেক তাড়াতাড়ি ৷ সেজন্যই এমন প্রথার প্রচলন৷ আবার ভিন্ন মতে এই চৈত্র মাসে রবিশস্য ওঠে৷

এরফলে ওই সময়টা ওই শস্য কাটা মাড়া ও তা গোলাজাত করার কাজে সকলে ব্যস্ত থাকতে দেখা যায়৷ যেহেতু ওই মাসে এই সব কাজে এতটাই ব্যস্ত থাকতে হত যে আর বিয়ের আয়োজন করার মতো অবকাশ থাকত না কোনও পরিবারে৷ এইভাবে চৈত্র মাসে বিয়ে দেওয়ার জন্য তেমন করে কাউকে উদ্যোগ নিতে না দেখায় ধীরে ধীরে ওই মাসে বিয়ে না দেওয়াটাই ক্রমশ রেওয়াজ হয়ে যায়।-কলকাতা২৪

২জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে