বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০২:০২:১৩

একটি হাতব্যাগ বিক্রি হলো ২ কোটি ৩৪ লাখ টাকায়!

একটি হাতব্যাগ বিক্রি হলো ২ কোটি ৩৪ লাখ টাকায়!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি হাত ব্যাগের দাম কত হতে পারে? ৫ হাজার থেকে শুরু করে বড়জোর ৫০ হাজার টাকা। এর বেশি কি হওয়ার কথা? অথচ একটি হাত ব্যাগের দাম ৩ লাখ ডলার যার বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২ কোটি ৩৪ লাখ টাকা! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু এটাই সত্যি।

ফ্যাশন দুনিয়ায় সম্প্রতি একটি হাতব্যাগ বিক্রি হয়েছে, ওই দামে। কি আছে এই ব্যাগে? হীরেখচিত এবং ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এই হাতব্যাগটি বিক্রি করেছেন এশিয়ারই একজন ব্যক্তিগত সংগ্রাহক। ইতিহাস অনুযায়ী, পৃথিবীতে বিক্রিতব্য হাতব্যাগের মধ্যে এটিই সবচেয়ে দামি।

নিলামঘর ক্রিস্টি এবিষয়ে জানায়, ‘হাতব্যাগটিতে হীরে থাকায় এর দাম বেড়ে গেছে অনেক গুন। হিমালয়ার(ব্যাগটির ব্র্যান্ড) চামড়াও কুমিড়ের এবং এই দুইয়ে মিলে ব্যাগটির সৌন্দর্য্য বাড়িয়েছে অনেক বেশি। হিমালয়া প্রতিবছর হাতে গোটা দুই থেকে তিনটি ব্যাগ তৈরি করে থাকে। বিশ্বের সবচেয়ে কম উৎপাদনশীল ব্র্যান্ড কোম্পানি হওয়া স্বত্ত্বেও এই ব্র্যান্ডের রয়েছে বিপুল চাহিদা।’

যদিও এই চাহিদা পূরণে পৃথিবীর অধিকাংশ মানুষই ব্যর্থ হবেন নিঃসন্দেহে। তবে আপনি যদি ভেবে থাকেন, টাকা হলেই কেনা যায় এমন ব্যাগ, তাহলে ভুল ভাবছেন। নির্দিষ্ট খদ্দের এবং প্রতিষ্ঠানটির ইচ্ছা ছাড়া কোনো দেশের প্রধানমন্ত্রী চাইলেও এই ব্র্যান্ডের ব্যাগ কিনতে পারেন না।

গত বছর হেরমেস বার্কিন্সের যে হাতব্যাগটি বিক্রি হয়েছিল সর্বোচ্চ দামে, তার মূল্য ছিল দুই লাখ বাইশ হাজার ডলার। ওই ব্যাগটিতেও হীরের কাজ করা ছিল। নিউইয়র্কভিত্তিক হেলিয়েন ফেন্ডেলম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটসের মতে, চামড়া, নকশা, সক্ষমতা এবং কারুকার্যের উপর নির্ভর করে এসব পণ্যের দাম। তাই যে সব প্রতিষ্ঠান এসব বিষয়গুলো নিশ্চিত করে তাদের পণ্য স্বাভাবিক ভাবে অধিক ব্যায়বহুল হবেই। কিন্তু সমস্যা হলো, এই প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খুবই সীমিত।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে