বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৯:২১:২৬

সাত মাসের জন্য বরফ হয়ে যায় এই ব্যাঙ, আবার স্বাভাবিক!

 সাত মাসের জন্য বরফ হয়ে যায় এই ব্যাঙ, আবার স্বাভাবিক!

এক্সক্লুসিভ ডেস্ক : সাত মাস বরফ হয়ে থাকতে পারবেন? একেবারে বরফের সাথে লাশ।  কিন্তু ওরা পারবে।  ওরা মানুষ নয়।  ওরা বিশালাকার জন্তুও নয়। পুচকি পুচকি ব্যাঙ।  সোনা ব্যাঙ, কোলা ব্যাঙের মতো অতি মামুলি ব্যাঙ।  দীর্ঘ সাত মাস বরফ হয়ে যায় ওদের শরীর।  আবার সব আগের মতো হতে শুরু করে সাত মাস পর থেকে।

আলাস্কার গভীর জঙ্গলে এসব ব্যাঙের বসবাস।  প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে ওরা জমতে শুরু করে। জমতে জমতে শক্ত বরফে পরিণত হয়।  শরীরের দু-ভাগের তিনভাগ তরল বরফ হয়ে যায়।

হাতে নিলে নড়ে ওঠে না ওদের শরীর।  হাত-পা ধরে বেঁকালে মট করে ভেঙে যায়।  অনেকে আবার ওদের পাথর বা ব্যাঙের ফসিল বলে ভুল করে।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই সাত মাস কিন্তু ওদের হার্ট কাজ করে না।  হৃদযন্ত্র একেবারে অকেজো হয়ে যায়।  আপাতভাবে বলতে গেলে, একপ্রকার মারাই যায় ব্যাঙগুলো। অন্তত এতকাল এটাই ধরে নিয়েছিলেন পশুবিজ্ঞানীরা।


কিন্তু তাদের সব ধারণা এবার ভুল প্রমাণিত হয়েছে। হৃদযন্ত্র অচল হয়ে গেলেও বরফ অবস্থায় শরীরের প্রতিটি কোষ বেঁচে থাকে এই ব্যাঙের।

তীব্র ঠাণ্ডায় কোশগুলোই ওদের বাঁচিয়ে রাখে। প্রকৃতির কী আশ্চর্য কারিগরি।  এভাবেই ওদের কলকব্জা তৈরি করেছে প্রকৃতি।

মার্চ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার শরীর সচল হতে শুরু করে ব্যাঙগুলোর।  তবে আলাস্কার এই ব্যাঙগুলো কোনো অভিশাপের শিকার নয়।  প্রত্যেক শীতে প্রবল ঠাণ্ডার হাত থেকে প্রকৃতিই ওদের আড়াল করে রাখে এভাবে।  আগলে রাখে নিজের মতো করে।  তথ্যসূত্র : ইন্দোইন্ডিয়া
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে