বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৫:৫০

পানির নিচে ৩১ দিন!

পানির নিচে ৩১ দিন!

এক্সক্লুসিভ ডেস্ক : রক্তেই অ্যাডভেঞ্চার, নিজেই নিজের জন্য  স্থির করবেন নতুন চ্যালেঞ্জ। পিতামহের রেকর্ড ভাঙতে তাই একটানা ৩১ দিন জলের নিচে থাকতে চান ফাবিয়ঁ কুস্তো৷ ফ্লোরিডায় শুরু হয়ে গেছে সেই অভিযান৷

জাক কুস্তো, সমুদ্রের নিচের আশ্চর্য জগত মানবজাতির সামনে তুলে ধরার ক্ষেত্রে যার অবদান কোনোদিন ভোলার নয়৷ তার তোলা ভিডিও তথ্যচিত্র গোটা বিশ্বকে মুগ্ধ করেছে৷

সেই মুগ্ধ দর্শকদের মধ্যে ছিলেন নাতি ফাবিয়ঁও৷ ১৯৬৩ সালে লোহিত সাগরে জাক একটানা ৩০ দিন জলের তলায় একটি অভিযান চালিয়েছিলেন৷

‘কনশেল্ফ ২’ নামের এক যানে সেই দিনগুলো ফুটে উঠেছিল ‘ওয়ার্ল্ড উইদাউট সান' নামের এক তথ্যচিত্রে৷ স্কুবা ডাইভিং-এও নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি৷ ১৯৯৭ সালে মারা জান জাক কুস্তো৷

এবার ফাবিয়ঁ গত রোববার ফ্লোরিডা উপকূলে একটি সাবমেরিন ল্যাব নিয়ে ডুব মেরেছেন৷ ৩১ দিন পর তার বেরোনোর কথা৷ ৩৭ বর্গ মিটারের এই বাসের মতো দেখতে গবেষণাগারে তার সঙ্গে রয়েছেন আরও ৫ জন৷

এ সময়কালে তিনি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন এবং একটি তথ্যচিত্রও তৈরি করবেন৷ গোটা সময়জুড়ে এই অভিযানের লাইভ সম্প্রচার চলছে৷

সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে৷ ক্লাসরুমে শিশু-কিশোরদের সঙ্গে ভিডিও চ্যাট-ও করতে চান ফাবিয়ঁ৷

‘মিশন ৩১’ নামের এই অভিযানের প্রেক্ষাপটও অভিনব৷ আসলে ঠিক এই মুহূর্তে পিতামহের রেকর্ড ভাঙার কোনো পরিকল্পনা ছিল না ৪৬ বছর বয়স্ক ফাবিয়ঁ-এর৷

বছর দুয়েক আগে ‘অ্যাকোয়েরিয়াস’ নামের সাবমেরিন গবেষণাগার পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি৷ মার্কিন প্রশাসন তখন বাজেট কমানোর চাপে পড়ে এই ল্যাবের অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেয়ার উদ্যোগ নিচ্ছিলো৷

রেকর্ড ভাঙার উদ্যোগের পরিকল্পনা ‘অ্যাকোয়েরিয়াস’-এর ভবিষ্যৎ আপাতত নিশ্চিত করছে৷

উল্লেখ্য, এই গবেষাণাগারে মহাকাশচারীরাও অনুশীলন করে থাকেন৷

রেকর্ড ভাঙার বিষয়টি সংবাদ মাধ্যমের দৌলতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ ফাবিয়ঁ কুস্তো কিন্তু ব্যক্তিগত খ্যাতির জন্য এই কাজ করছেন না৷ তার আশা, এর ফলে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের উপর তার প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়বে৷

তিনি বলেন, অর্থনীতি, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক কাজকর্ম থেকে শুরু করে নিজের স্বাস্থ্য, নিজের সন্তানের স্বাস্থ্য-  প্রায় যেকোনো উদ্দেশ্য সফল করতে হলে মহাসাগরের স্বাস্থ্য ভালো রাখতে হবে৷ অথচ এই মুহূর্তে তা মোটেই ভালো নেই৷
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে