বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৭:১৯

ট্রেন সফরে টিভি সিরিয়াল

ট্রেন সফরে টিভি সিরিয়াল

এক্সক্লুসিভ ডেস্ক : এবার ট্রেন সফরেও বিমানের সুবিধা৷ সবুজ মাঠঘাটের মাঝখান দিয়ে ছুটে যেতে যেতে দেখা যাবে টেলিভিশনের সিরিয়াল৷

যাত্রীরা দেখে নিতে পারবেন দেশ-বিদেশের খবর৷ এবার মোদি সরকারে হাত ধরে রেলের যাত্রীরাও দেখতে পারবেন টিভি দেখার সুবিধা৷

শনিবার এমনটাই জানাল ভারতের রেল ভবন৷

ভারতীয় রেল নিউদিল্লি-ভূপাল শতাব্দী এক্সপ্রেসসহ হাফডজন চেয়ারকার ট্রেনে এবার টিভি দেখার সুবিধা দিচ্ছে যাত্রীদের৷ এ লক্ষ্যে এই তিন জোড়া দূরপাল্লার ট্রেনের আসনের পিছনে এলইডি টিভি লাগানোর কাজ শুরু করা হলো৷

ভারতীয় রেলমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চন্ডিগড় শতাব্দী এক্সপ্রেসে সফলতার পর আরও বেশকিছু ট্রেনে এ সুবিধা দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে৷

ভূপাল-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেসসহ আপাতত ছ’টি ট্রেনে এ পরিষেবা দেয়া হচ্ছে৷ সেই লক্ষ্যেই হাফডজন ট্রেনের চেয়ারকোচের আসনের পিছনে এলইডি টিভি বসানোর কাজ শুরু হয়েছে।

আট ঘণ্টার বেশি সময় ধরে সফর করতে হয়, প্রথম দফায় এসব ট্রেনের এলইডি টিভি লাগানো হবে৷ পরের স্তরে রাজধানী এবং প্রিমিয়াম এক্সপ্রেসে এ সুবিধা দেবে ভারতীয় রেল৷ যে গতিতে টিভি লাগানোর কাছ চলছে তাতে কয়েক সপ্তাহ পরই নয়াদিল্লি-ভূপাল শতাব্দী এক্সপ্রেসে সফতরত যাত্রীরা সিনেমা, সিরিয়াল, ক্রিকেট ম্যাচসহ  টিভির সব অনুষ্ঠান দেখতে পারবেন৷

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ২০ জুন থেকে নয়াদিল্লি-ভূপাল  শতাব্দী এক্সপ্রেসসহ মোট তিনজোড়া ট্রেনে এ সুবিধা পাওয়া যাবে৷

এই টিভি চলবে ডিটিএইচের মাধ্যমে৷ প্রথম পর্যায়ে যাত্রীরা৭৫টি চ্যানেল দেখতে পাবে৷ তবে এর জন্য যাত্রীদের বাড়তি ভাড়া বা অন্য কোনও চার্জ দিতে হবে না৷

২৪ সেপ্টেম্বর, ২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে