শনিবার, ০৪ জুন, ২০১৬, ০৬:১৪:৪৪

এবার বিপর্যয় মোকাবিলায় ব্যবহার হবে ‘রোবট মৌমাছি’!

এবার বিপর্যয় মোকাবিলায় ব্যবহার হবে ‘রোবট মৌমাছি’!

এক্সক্লুসিভ ডেস্ক : অতি সম্প্রতি বিজ্ঞানীরা তৈরি করেছেন খুবই ক্ষুদ্র আকারের একটি রোবট বা মাইক্রো রোবটের নকশা। আকারে কীটপতঙ্গের মতো ক্ষুদ্র এই রোবটটি দেখতে অনেকটা মৌমাছির মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মাইক্রোবায়োটিক্স ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা দশ বছরেরও বেশি সময় ধরে গবেষণার পর তৈরি করেছেন এই ক্ষুদ্রাকৃতির রোবটটি।

জানা গিয়েছে, কয়েক মিনিটের জন্যে উড়তেও পারে এই রোবট। এর নাম ‘রোব বি’। । উড়ে গিয়ে উঁচু কোনো জায়গায় বসতেও পারে সে। বসতে পারার সুবিধা হলো এর ফলে রোবটটি তার শক্তি খরচ না করে সেই জ্বালানি জমা করে রাখতে পারবে।

বিজ্ঞানীরা বলছেন, রোবট বিকে পরিবেশ দূষণের মতো পরীক্ষায় ব্যবহার করা যেতে পারে। এমনকি কোনো জায়গায় বিপর্যয় ঘটলে, যেমন ভূমিকম্প বা কোথাও কোনো ভবন ধসে পড়লে, সেখানে দুর্গত বা আটকে পড়া লোকজনকে খুঁজে বের করতে পারবে রোবোট বি।

জানা গিয়েছে, এই ছোট্ট রোবটের গায়ে আছে একটি ডানা৷ যেটা প্রতি সেকেন্ডে ১২০বার চালিত হতে পারে৷ শুধু মাত্র জল স্থল নয় জলেও সমান ভাবে উড়তে সক্ষম এই নব উদ্ভাবন যন্ত্রটি৷
৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে