বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৪:৫৩

কলার খোসায় ঝকঝকে দাঁত

কলার খোসায় ঝকঝকে দাঁত

এক্সক্লুসিভ ডেস্ক : দাঁত হলদে হওয়ায় নিজের সুন্দর হাসিটি মানুষের সামনে দেখাতে লজ্জাবোধ করে, এমন মানুষের সংখ্যা খুব বেশী না হলেও একেবারে কম নয়। তবে এই সমস্যা দূর করতে পারে আপনার ফেলে দেয়া কলার খোসা।

নিজের দাঁতের হলেদে ভাব দূর করতে পরীক্ষামূলক ভাবে কলার খোসা ব্যবহার করেছিলেন যুক্তরাজ্যের দন্ত্য চিকিৎসক ড্যারেন। আর তাতে মাত্র চৌদ্দ দিনের মধ্যেই ফল লাভ করেছিলেন। কারণ কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাসিয়াম। পটাসিয়াম দাঁতের হলদেট ভাব দূর করে দাঁতকে করে তোলে ঝকঝকে সুন্দর।
 
কীভাবে ব্যবহার করবেন কলার খোসা : কলার খোসা নিয়ে দাঁতের চারপাশে আস্তে আস্তে দুই মিনিট ঘষুন। এতে দাঁতের উপর জমে থাকা ময়লা দূর হওয়ার সঙ্গে সঙ্গে দাঁতকে করে তুলবে মজবুত। নিয়মিত কলার খোসা ব্যবহার করলে দাঁতে কোনো পাথর জমবে না।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে