রবিবার, ০৫ জুন, ২০১৬, ০১:৩৬:২৪

প্রেমিকাকে নিয়ে এবার ট্রিপ হোক এখানেই!

প্রেমিকাকে নিয়ে এবার ট্রিপ হোক এখানেই!

এক্সক্লুসিভ ডেস্ক: এবার ট্রিপ হোক বিমানেই, সৌজন্যে ইতিহাদ বিমান সংস্থা। এমিরেটাসের এই বিমান সংস্থাটি গতকালই নিয়ে এসেছে তাদের এক নতুন রাউন্ড ট্রিপ প্ল্যান। লন্ডন থেকে মেলবোর্ন পর্যন্ত এবং ফিরে আসা। যাত্রার খরচ বেশি নয়, 'মাত্র' ৮০,০০০ ডলার। আর এই বিমানযাত্রায় রয়েছে বেশকিছু মজাদার জিনিস:

১)বিমানেই মিলবে ৩ রুমের লাক্সারি স্যুট, নাম 'দ্য রেসিডেন্স'।

২) এমিরেটাসের বিমানকে বলা হয় 'আকাশের পেন্ট হাউজ'। মিলবে পাঁচ তারা হোটেলের সব সুযোগসুবিধা।

৩) ১২৫ স্ক্যোয়ার ফুটের সিঙ্গল বা ডবল রুম।

৪) এমনকী রয়েছে ডবল বেডরুম ফ্ল্যাটও।

৫) LCD TV  দেখার খুব শখ? প্লেনে বসেই দেখতে পাবেন ৩২ ইঞ্চ LCD TV।

৬) মিলবে ডাইনিং টেবিলে বসে গল্প করতে করতে খাওয়ার সুযোগ।

৭) ইচ্ছে হলে লেদার সোফায় গা এলিয়ে খেলতে পারেন ভিডিও গেম।-জিনিউজ

৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে