বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৬:০২

৩৪ ডলারে গুগল গ্লাস!

৩৪ ডলারে গুগল গ্লাস!

এক্সক্লুসিভ ডেস্ক : গুগল গ্লাস এখন পাওয়া যাবে মাত্র ৩৪ ডলারে। শুরু হল গুগল গ্লাসের ব্যবসা। এ গ্লাসে পান করা যাবে বিয়ার থেকে শুরু করে ঠাণ্ডা জাতীয় পানিও। আর এর দাম মাত্র ৩৪ মার্কিন ডলার!

এটি এক বিশেষ ধরনের ড্রিংকস গ্লাস। যে গ্লাসে গুগলের ছাপ আঁকা রয়েছে। শেড সিমুবের মস্তিষ্কপ্রসূত এ গ্লাস মার্কেটিংয়ের এক নতুন পদ্ধতি হিসেবে ধরা পড়েছে।

ডাইনিং টেবিল থেকে অফিস ডেস্ক। টেকস্যাবিদের জন্য এটা একটা আকর্ষণীয় উপহার হবে গুগল গ্লাস। দু’ধরনের গুগলের গ্লাস বাজারে আত্মপ্রকাশ করেছে।

৩৪ ডলার দামের গুগল গ্লাসের টেকস্ট লেখা অবস্থায় পাওয়া যাবে। আর ৫১ ডলারের  গ্লাসে ব্যবহারকারীরা তার পছন্দমতো কথা লিখে নিতে পারবেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে