সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৮:১৯:২৩

গাড়ির একটা নম্বর প্লেটের জন্য খরচ ৩৩ কোটি টাকা, চমকে গেলেন!

গাড়ির একটা নম্বর প্লেটের জন্য খরচ ৩৩ কোটি টাকা, চমকে গেলেন!

এক্সক্লুসিভ ডেস্ক : পকেটে টাকা থাকুক বা না-ই থাকুক শখ কিন্তু সবার মনেই থাকে।  শখের বশে অনেকে অনেক খরচও করে থাকেন।  

কিন্তু শখ পূরণে গাড়ির জন্য একটা নাম্বার প্লেট ৩৩ কোটির টাকার বেশি খরচের কথা কি শুনেছেন? না শুনলে এবার শুনন সেই ঘটনা।  তবে চমকে যাবেন না।

এমনই কাণ্ড করে বসেছেন সংযুক্ত আরব আমিরাতের (UAE) এক ব্যবসায়ী।  কিন্তু কী ছিল তার শখ? যার জন্য জলের মতো খরচ করে বসেছেন এতগুলো টাকা।
 
সবসময় এক নম্বরে থাকার বাসনা UAE-এর ওই ব্যবসায়ী আরিফ আহমেদ আল-জ়ারৌনি।  সেজন্যই নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকিয়েছেন তিনি।  

নিলাম চলছিল একটি গাড়ির নম্বর প্লেটের।  ওই নম্বর প্লেটে রয়েছে একটিই নম্বর।  অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর শুধুমাত্র ১।  

ওই নম্বরটি তার চাই-ই চাই।  তাই আগেই ঘোষণা করে দিয়েছিলেন নিলামে যে যাই দর দিন, তার থেকে বেশি দর দেবেন তিনি।

এভাবেই ১ নম্বর রেজিস্ট্রেশনের ওই প্লেটটির দাম পৌঁছায় ৫০ লাখ মার্কিন ডলারে।  টাকার অঙ্কে যার দাম প্রায় ৩৩.৩ কোটি।

এর আগে গাড়ির ১ নম্বরের রেজিস্ট্রেশন প্লেটের নিলাম দর উঠেছিল ১.৪২ কোটি টাকা।  সেটা ২০০৮ সালের কথা।  এবার সংশ্লিষ্ট নিলাম সংস্থা যে দর আশা করেছিলেন, তার থেকে ২০ গুণ দাম বেশি উঠেছে বলে জানা গেছে।
৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে