মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৪:০৭:৫২

কম্পিউটারে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

কম্পিউটারে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকে হয়ত সময় বাঁচাতে বা অলসতার কারণে কম্পিউটারে ফোন চার্জ দেন। একই সাথে কম্পিউটারে কাজ করাও হলো মোবাইল ফোনও চার্জ হলো। এই সুবিধার কারণে প্রায় মানুষই আজকাল কম্পিউটারে মোবাইল চার্জ দিয়ে থাকেন। তবে এবার ঘটলো এক মারাত্মক ঘটনা।কম্পিউটারে ফোন চার্জ দিতে গিয়ে শট সার্কিটে মৃত্যু হল বছর আঠেরোর এক যুবকের।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ক্যাফেটেরিয়াতে বসে ওই যুবক কম্পিউটারের মাধ্যমে মোবাইল চার্জ দিতে যায়। তখনই শট সার্কিটে জ্ঞান হারায় সেই যুবক। পাশের সহকর্মীটি তাকে সাহায্য করতে গেলে ফের শট সার্কিট হয়। তার পর আগের যুবক এলিয়ে পড়ে চেয়ারের উপরেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাশের বন্ধুটি ছাড়া আশপাশে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় যুবকটি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম চিনের লিউজহো প্রদেশে একটি ইন্টারনেট ক্যাফেতে। এই ঘটনা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।

৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে