মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৪:১৭:১৬

উড়ন্ত গাড়ি! জানেন কখন তৈরি হয়েছিল?

উড়ন্ত গাড়ি! জানেন কখন তৈরি হয়েছিল?

এক্সক্লুসিভ ডেস্ক: গাড়ি বিশারদ থিয়োডোর পি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই উড়ন্ত গাড়ির কথা কল্পনা করেছিলেন। তাঁর পরিকল্পনা ছিল, এই ধরনের গাড়িতে চড়ে সৈনিকরা অতর্কিতে হানা দিতে পারবেন শত্রুশিবিরে। উড়ন্ত গাড়ি! অটোমোবাইল বিশারদরা অনেকেই মনে করেন উড়ন্ত গাড়িই যানবাহনের ভবিষ্যৎ। যানজটের ঝামেলা নেই কিছু না, টুক করে গাড়ি নিয়ে উড়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। কী মনে হচ্ছে? এসব অসম্ভব কল্পনা? তাহলে জেনে রাখুন, উড়ন্ত গাড়ি তৈরি হয়েছিল আজ থেকে ৭০ বছর আগেই।

গাড়ি বিশারদ থিয়োডোর পি হল্ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই উড়ন্ত গাড়ির কথা কল্পনা করেছিলেন। তাঁর পরিকল্পনা ছিল, এই ধরনের গাড়িতে চড়ে সৈনিকরা অতর্কিতে হানা দিতে পারবেন শত্রুশিবিরে। তাঁর কল্পনার ওপর ভিত্তি করেই তৈরি হয় উড়ন্ত গাড়ির প্রথম মডেল। কনভএয়ার মডেল ১১৮ কনভএয়ার কার নামের সেই গাড়ি তার প্রথম পরীক্ষামূলক উড়ানে ছোট একটা দুর্ঘটনার মুখে পড়ে। কারণ সেই গাড়িতে যথেষ্ট পরিমাণ জ্বালানি ছিল না। কিন্তু তারপর সেই ত্রুটি শুধরে নিয়ে  মডেলটি বেশ কয়েকটি নির্বিঘ্ন উড়ানের সাফল্য অর্জন করে। সেই গাড়ি পরবর্তীকালে ওয়াশিংটনের একটি সংগ্রহশালায় সংরক্ষিত হয়। উড়ন্ত গাড়ির দ্বিতীয় মডেলটি তৈরি করা হয়েছিল প্রথম মডেলটির নক্সার ওপর ভিত্তি করেই। কিন্তু সেই মডেলের পরীক্ষামূলক উড়ানের সময় একটি দুর্ঘটনা ঘটে যাতে মৃত্যু হয় গাড়ির চালকের। এই ঘটনার অভিঘাতে এই বিষয়ে পরীক্ষানিরীক্ষা বন্ধ হয়ে যায়। এই ইতিহাস জানার পর অবশ্য উড়ন্ত গাড়ির কল্পনা আর খুব সুদূর ভবিষ্যতের বিষয় বলে মনে হয় না, তাই না?-এবেলা

৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে