মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৫:৪৮:৪০

প্রায় দুই লক্ষ টাকা বেতনের প্রস্তাব নাকচ!

প্রায় দুই লক্ষ টাকা বেতনের প্রস্তাব নাকচ!

এক্সক্লুসিভ ডেস্ক : ভাবনা ছিল একটু অন্য। বিশ্বায়নের যুগে বেশিরভাগ জায়গায় মানুষের স্থান নিচ্ছে রোবট। তাই আগেভাগেই ভবিষ্যতের কথা ভেবে নিঃশর্তে দেওয়া হয়েছিল মাইনের প্রস্তাব। ন্যূনতম আয়ের সংস্থান হলে অন্তত মানুষের পেট চলা দায় হবে না। সেই ভাবনা থেকেই দেওয়া হয়েছিল প্রস্তাব।

কিন্তু, সেই প্রস্তাব খারিজ হল গণভোটের মাধ্যমে। চমকের বিষয়, প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রত্যেক সাবালক ব্যক্তিকে মাস গেলে আড়াই হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা দেওয়ার) ও নাবালকদের ৬০০ ফ্রাঁ দেওয়ার। কিন্তু, অধিকাংশ ভোটই পড়েছে এই প্রস্তাবের বিপক্ষে।

গত রোববারই সুইজ়ারল্যান্ডের সরকারি সম্প্রচার সংস্থা SRFI ভোটের ফলাফল প্রকাশ করে। সেখানে দেখা গেছে, প্রায় ৭৬.৯ শতাংশ মানুষ এই প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন।

প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন সুইজ়ারল্যান্ডে। বিশ্বের অন্যতম ধনী দেশে ন্যূনতম আয়ের সংস্থানের প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ী দানিয়েল হায়েনি। তার মত ছিল, ন্যূনতম আয়ের সংস্থান থাকলে সাধারণ মানুষ চিন্তাভাবনা থেকে মুক্তি পাবে। তাদের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।

তবে, বিরোধী মতও উঠে এসেছে। স্বয়ং সরকারপক্ষই এই প্রস্তাবের বিরোধী ছিল। তাদের যুক্তি, এর ফলে সরকারি কোষাগারে চাপ পড়বে। মানুষের কাজ করার ইচ্ছাটাই চলে যাবে। একই মত পোষণ করেছেন প্রস্তাব নাকচ করে দেওয়া ভোটদানকারীরা।

তাদের দাবি, যদি আয়ের সংস্থানই হয়ে যায়, তাহলে নিজেরা আর কী করে খাব? আমরা তো অলস হয়েই পড়ব। রনি লেমান নামে এক বাইসাইকেল মেকানিকের মতে, এই ভাবনা বোঝার জন্য বিশ্ব এখনও তৈরি নয়।   

৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে