মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৫:৪৭:৫১

এই মহিলা সম্পর্কে জানেন? মাথা খারাপ হওয়া অবস্থা!

 এই মহিলা সম্পর্কে জানেন? মাথা খারাপ হওয়া অবস্থা!

এক্সক্লুসিভ ডেস্ক : এই মহিলা সম্পর্কে জানেন? মাথা খারাপ হওয়ার অবস্থ! যা কোনো পুরুষ পারেনি তিনি তাই পেরেছেন।  এমন মহিলা ক'জনাই বা আছে।

বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল গাড়ির মালিক তিনি, জানেন কে এই গৃহবধূ!

লাম্বরঘিনি হুরাক্যান, বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে অন্যতম, যার দাম কয়েক কোটি টাকার নিচে নয়।

এতটাই অত্যাধুনিক এ গাড়ি যে, চালাতে অনেকেই ভয় পান।  কিন্তু কলকাতা শহরের এক গৃহবধূ এ গাড়ি কিনে ভারতে প্রথম লাম্বারঘিনি হুরাক্যান-এর মালিক বনেছেন।

শীতল দুগারের যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর।  গাড়ি চালাতে দুর্দান্ত পারদর্শী, সচারচর বাড়ির বাইরেও বের হতেন না।

সেই শীতল এখন চল্লিশের কোঠায় পা রেখেছেন।  তিন সন্তানের জননী তিনি।  এ বয়সে লাম্বারঘিনির মতো গাড়ি নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ছেন।

শহরের রাস্তায় চোখ ধাঁধানো এ লাম্বারঘিনি এরই মধ্যে কলকাতার নজর কেড়েছে।  এরপর আরো সবার চোখ ছানাবড়া হয়েছে যখন তারা দেখেছেন গাড়িটি চালাচ্ছেন এক মহিলা।  

আটপৌর গৃহজীবনের আঙিনা থেকে বেরিয়ে তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো তার অভ্যাস!

অনেকটাই রূপকথার গল্পের মত।  শীতলের মেয়ে বছর আঠারোর যস্বশীর মতে, ‘মা প্রথমে এতটা সাহসী ছিলেন ন।  

কিন্তু এখন তার নিজের উপরে এতটাই বিশ্বাস যে, লাম্বারঘিনি হাঁকাচ্ছেন দুরন্ত গতিতে।  ২ নম্বর জাতীয় সড়কে লাম্বারঘিনি চালিয়ে রেসও জিতেছেন তিনি।  

শীতলের মতে, শিল্পপতি স্বামী বিনোদের বরাবরই উৎসাহ ছিল।  তার সঙ্গে অন্যের ওপর নির্ভরতা করা আমার স্বভাবে নেই।  

নিজের কাজ নিজেই করতে ভালোবাসি।  তাই সময়ের সঙ্গে সঙ্গে ড্রাইভিংটাও শিখে নিয়েছি। চালকের ওপর ভরসা করতে চাইনি বলেই আমার নিজে শেখা।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে