মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৬:৩৩:৫৭

ফুলশয্যার রাতে বর-কনেকে কেশর মেশানো দুধ পান, কেন জানেন?

 ফুলশয্যার রাতে বর-কনেকে কেশর মেশানো দুধ পান, কেন জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : ফুলশয্যার রাতে দুধ, পরদিন আবার পরীক্ষা।  সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই দাম্পত্য জীবনে অনাবিল শান্তি।

ভারতীয় বিবাহে ফুলশয্যার রাতে এমন কিছু অদ্ভুত রেওয়াজ পালন করা হয়, যার কয়েকটি মজার,  আবার কয়েকটি দুর্ভাগ্যজনক।

হিন্দু বিবাহে প্রচলিত রীতিতে ফুলশয্যার রাতে পাত্র-পাত্রী দু’জনকেই কেশর মেশানো এক গ্লাস দুধ পান করানো হয়।  এটিই নাকি বাকি রাতের জন্য তাদের পরীক্ষা।  তবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় বিবাহে এ রেওয়াজটাও প্রচলিত আছে। ফুলশয্যার রাতে পাত্র-পাত্রীর জন্য তাদের ঘরে দু’টি মিষ্টি পান রাখা থাকে।  বলা হয়, পান নাকি তাদের মাউথফ্রেশনার হিসেবে কাজ করে।

তবে অত্যন্ত দুর্ভাগ্যজনক রেওয়াজ হলেও এ রীতিটি এখনো প্রচলিত রয়েছে কিছু পরিবারে।  বৌমার সেই পরীক্ষা করার জন্য নাকি অনেক শাশুড়িই ফুলশয্যার পরের দিন চুপি চুপি কিছু প্রত্যক্ষ করেন, যা একজন মহিলার জন্য অপমানজনক।

তবে চমকে দেয়ার মতো রেওয়াজও আছে।  বাঙালিদের মধ্যে প্রচলিত কালরাত্রি।  বিয়ের পরের রাতে স্বামী-স্ত্রীকে একসঙ্গে একঘরে থাকতে দেয়া হয় না।  এমনকী তারা যাতে একে অপরের মুখ না দেখতে পান, সেটির চেষ্টাও করা হয়।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে