মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৯:২৬:১৮

মাধ্যমিক পরীক্ষায় বসে মেয়েকে পেছনে ফেললেন চা দোকানি মা!

মাধ্যমিক পরীক্ষায় বসে মেয়েকে পেছনে ফেললেন চা দোকানি মা!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স কোনো বাধাই নয়।  ফের সেটাই প্রমাণ করলেন ভারতের ত্রিপুরার স্মৃতি বণিক। মেয়ের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় বসে পাস করলেন তিনি।  এমনকি নম্বরের দিক থেকে মেয়েকে পেছনে ফেলে বিরল সাফল্য অর্জন মায়ের।

ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৩৮ কিলোমিটার দূরে বিশালগড়ে বাড়ি স্মৃতি বণিকের।  দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন।  বিয়ের পরও মাধ্যমিক পাস করার স্বপ্ন দেখতেন ৩৮ বছরের এ মহিলা।

বাড়ির কাজ, সন্তানদের বড় করে তোলার পাশে নিজের স্বপ্নকে জিইয়ে রেখেছিলেন দু’দশক। শেষপর্যন্ত সফল হলেন।  ছোটো মেয়ে সাগরিকার সঙ্গে এ বছর মাধ্যমিক পাস করলেন তিনি।

মাধ্যমিকে ৭০০-এর মধ্যে ২৫৫ পেয়েছেন স্মৃতি বণিক।  তার মেয়ে পেয়েছে ২৩৮ নম্বর।  দু’জনেই লক্ষ্মীবিল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিলেন।  দিনের পর দিন মেয়ের সঙ্গে পড়াশোনা করেছেন স্মৃতি বণিক।

স্মৃতি বণিকের স্বামী জীবন বণিক সবজি বিক্রেতা। পরিবারের আর্থিক অনটন দূর করতে একটি চা দোকান চালান স্মৃতি বণিক।  

এসবের মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। নিজের স্বপ্ন পূরণ করলেন।  

স্মৃতি বণিক বলেন, আমি যখন তিন বছরের তখন বাবা মারা যান।  আমরা চার বোন।  দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মা আমাদের বড় করেছেন।

প্রতিবেশীদের বাড়িতে কাজ করেছেন তিনি।  মাধ্যমিক পাসের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ১৯৯৬ সালে তার বিয়ে হয়ে যায়।

কিন্তু নিজের স্বপ্নকে শেষ করে দেননি তিনি।  এই ২০ বছর মাধ্যমিক পাসের স্বপ্ন দেখতেন বলে জানান স্মৃতি বণিক।

তার এ স্বপ্ন পূরণে স্বামী, মেয়ে এবং প্রতিবেশীরা সাহায্য করেছেন বলে জানান স্মৃতি বণিক।  তবে এখানেই থেমে থাকতে চান না।  এবার লক্ষ্মীবিল হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তি হতে চান স্মৃতি বণিক।

শুধু স্মৃতি বণিকই নন, এবছর ত্রিপুরার আরো তিনজন মহিলা তাদের সন্তানের সঙ্গে মাধ্যমিক পাস করেছেন।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে