বুধবার, ০৮ জুন, ২০১৬, ০২:৪২:২০

সেঞ্চুরির লক্ষ্যে এক বাবার

সেঞ্চুরির লক্ষ্যে এক বাবার

এক্সক্লুসিভ ডেস্ক :বাবার বাচ্চার সংখ্যা ৩৫... স্ত্রী ৩টি... আর  উপার্জনকারী বলতে তিনি একা। তার নাম সর্দার জন মহম্মদ, তবে এতেই থেমে থাকার পাত্র নন তিনি। ইতিমধ্যেই আবার ৪ নম্বর স্ত্রী-র খোঁজও শুরু করে দিলেন। যে ভাবেই হোক সংখ্যাটা ৩৫ থেকে টেনেহিঁচড়ে ১০০ যে করতেই হবে তাঁকে! তাকে ফেসবুকে নাকি অনেক বিয়ের প্রস্তাবও পাচ্ছেন। অপেক্ষা শুধু যোগ্য পাত্রীর!

পাকিস্তানের বালুচিস্তানের আদি বাসিন্দা জন মহম্মদ। ছেলে-মেয়ে ও স্ত্রীদের নিয়ে ভরা সংসার তাঁর। পেশায় ডাক্তার মাসে খরচা হয়  ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে খরচ যাই হোক না কেন ভরনপোষণে তাঁর নাকি কোন সমস্যাই হয় না। ডাক্তারি করার পাশাপাশি একটা ব্যবসাও চালান তিনি।

কয়েক দিন আগে তাঁর দুই স্ত্রী দু’টি শিশু কন্যার জন্ম দিয়েছেন। তাতে বেজায় খুশি জান। জানিয়েছেন, প্রত্যেক সন্তানকে উচ্চশিক্ষিত দেখতে চান। এমনিতে ২১ কন্যা আর ১৪ পুত্রকে নিয়ে কোনও সমস্যাই হয় না তার। তাদের সঙ্গে সময় পেলেই বাড়ির উঠোনে ক্রিকেট খেলেন, এমনকি পড়াতেও বসান। শুধু মাঝে মাঝে ছেলে-মেয়েদের নামগুলোই যা একটু গুলিয়ে ফেলেন। তাতে অবশ্য কিছুই যায় আসে না জান মহম্মদের। বরং ১০০ সন্তানের বাবা হওয়ার তোড়জোড়েই মেতে রয়েছেন তিনি
৮জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে