বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৫:৪৪:০৩

ভোটের মাধ্যমে নির্বাচন করা হতে পারে ফেসবুকের প্রেসিডেন্ট

ভোটের মাধ্যমে নির্বাচন করা হতে পারে ফেসবুকের প্রেসিডেন্ট

এক্সক্লুসিভ ডেস্ক :ফেসবুকে মার্ক জাকারবার্গের ক্ষমতা কমতে পারে। আগামীতে ভোটের মাধ্যমে নির্বাচন করা হতে পারে ফেসবুকের প্রেসিডেন্ট। সম্প্রতি ফেসবুকের পরিচালনা বোর্ড এমনই প্রস্তাব উত্থাপন করেছে।
বর্তমানে ফেসবুকের শেয়ারের ক্ষেত্রে জাকারবার্গের নিয়ন্ত্রণে রয়েছে মোট ৫৩.৮ শতাংশ। এর মধ্যে এ-ক্লাস শেয়ারের রয়েছে ৪০ লাখ আর বি-ক্লাস শেয়ার রয়েছে ৪১ কোটি ৯০ লাখ।

প্লাটফর্মটির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এ দিনেই নতুন এই প্রস্তাবের ব্যাপারে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মূলত আগামীতে ভোটের ক্ষেত্রে যেন জাকাবার্গের সীমাবদ্ধতা না থাকে সেজন্যই নাকি এই প্রস্তাব আনা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে ফেসবুক পরিচালনা পরিষদ।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এ এক নথি দাখিল করেছে ফেসবুকের পরিচালনা পর্ষদ। দাখিল করা ওই নথিতে জানানো হয়েছে জাকারবার্গ যখন শীর্ষ নেতৃত্বস্থানীয় পদে থাকবেন না তখন তার সব এ ক্লাস শেয়ার যেন বি ক্লাস শেয়ারে পরিণত করা যায় সেজন্যই এই প্রস্তাবে শেয়ারধারীদের ভোট দিতে আহ্বান জানাবেন।
৮জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে