বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৪:২০:৪৭

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য আরেকটি সুসংবাদ!

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য আরেকটি সুসংবাদ!

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকের সহ প্রতিষ্ঠান হোয়াটস অ্যাপ তার গ্রাহকদের সেবা প্রধানের মাধ্যমে একের পর এক সুসংবাদ দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও আরেকটি সুসংবাদ দিয়েছে। আর তা হলো জনপ্রিয় এই মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ এবার থেকে GIF ইমেজও সাপোর্ট করবে। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে JPEG ইমেজ সাপোর্ট করলেও GIF ইমেজ সাপোর্ট করত না।

এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য iOS বেটা রিলিজে এই নতুন ফিচার্সটি যোগ করেছে। এখন থেকে হোয়াটস অ্যাপে GIF ইমেজ সেভ করতে পারবেন। তবে এই ফিচার্স অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, গত মাসে হোয়াটস অ্যাপ অনেকগুলি জরুরি ফিচার্স যোগ করেছিল। ডকুমেন্ট শেয়ারিং থেকে শুরু করে ভিডিও কলিং। এই সমস্ত ফিচার্সের জন্য আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটস অ্যাপ।
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে