বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৫:৫৪:০৫

এক বছর বয়সী শিশুর জীবন বাঁচালো অ্যাপলের সিরি প্রোগ্রাম!

এক বছর বয়সী শিশুর জীবন বাঁচালো অ্যাপলের সিরি প্রোগ্রাম!

এক্সক্লুসিভ ডেস্ক : অস্ট্রেলিয়ায় এক শিশুর জীবন বাঁচাতে আইফোনের সিরি প্রোগ্রামের সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্স ডেকেছিলেন শিশুটির মা।

এক বছর বয়সী শিশুটি যখন আর শ্বাস নিচ্ছিল না, তখন শিশুটির মা তার আইফোন নিয়ে দ্রুত কাছে ছুটে যান। এসময় তার হাত থেকে আইফোনটি মেঝেতে পড়ে যায়। খবর বিবিসি।

ফোন তোলায় সময় নষ্ট না করে মা স্ট্যাসি গ্লীসন ব্যস্ত হয়ে পড়েন মেয়ের মুখে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে।

তবে একই সময়ে তিনি তার আইফোনের দিকে চিৎকার করে ‘সিরি’ প্রোগ্রাম সচল করেন এবং স্পীকারফোনে অ্যাম্বুলেন্স ডাকার জন্য নির্দেশ দেন।

স্ট্যাসি গ্লীসন যখন মেয়ের শ্বাস চালু রাখার চেষ্টা করছিলেন, একই সময়ে তিনি স্পীকারফোনে অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখা এবং কথাবার্তা চালিয়ে যেতে সক্ষম হন।

স্ট্যাসি গ্লীসন জানিয়েছেন, এর ফলে হয়তো তিনি তার মেয়ের জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ঐ মূহুর্তে যদি ফোনটি তার হাত থেকে পড়েও না যেত, তারপরও তখন তার পক্ষে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে অনেক বেগ পেতে হতো।

আইফোনের ‘সিরি’ প্রোগ্রামকে বর্ণনা করা হয় ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে। ভয়েস কমান্ড দিয়ে ‘সিরি’ প্রোগ্রাম দিয়ে আইফোন এবং এর বিভিন্ন অ্যাপ চালানো যায়।

মিস গ্লিসনের এক বছর বয়সী কন্যা ‘জিয়ানা’ এখন পুরোপুরি সুস্থ। ডাক্তাররা জানিয়েছেন, তার জীবন রক্ষার জন্য ঐ সময়ের প্রতিটি সেকেন্ড ছিল গুরুত্বপূর্ণ।

স্ট্যাসি গ্লীসন তার এই অভিজ্ঞতা জানিয়েছিলেন অ্যাপলকে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে