বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩২:১৯

কুকুরের ড্রাইভিং স্কুল

কুকুরের ড্রাইভিং স্কুল

এক্সক্লুসিভ ডেস্ক : এবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ নিউজিল্যান্ডে ড্রাইভিং স্কুল খোলা হয়েছে কুকুরদের জন্য। এসপিসিএ নামে অকল্যান্ডের একটি চ্যারেটি সংগঠনের উদ্যোগে কেনাইন ড্রাইভিং স্কুল নামে প্রতিষ্ঠানটি কুকুরদের এই ড্রাইভিং কোর্স পরিচালনা করছে।

কুকুররা আসলে কতটুকু বুদ্ধি ধরে তা প্রমাণ করতেই এই উদ্যোগ নিয়েছে তারা। ইতোমধ্যে গাড়ি চালানো বিষয়ে মন্টি নামে একটি বিশাল কুকুরকে তারা প্রশিক্ষণও দিচ্ছে। মন্টি এখন কীভাবে গাড়ির ব্রেক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে গিয়ার পরিবর্তন করতে হয় এবং স্টিয়ারিং হুইল ধরতে হয় তাই শিখছে। এই প্রশিক্ষণে শুধু মন্টি নয়, তার সঙ্গে গিনি এবং পোর্টার নামেও আরো দুটি কুকুরকে বেছে নেয়া হয়েছে। মন্টির মতো তারাও পর্যায়ক্রমে ড্রাইভিং শিখবে। এসপিসিএ নামে সংগঠনটি পশুপাখিদের সংরক্ষণ ও অধিকার বিষয়ে কাজ করে।

সংগঠনটির প্রশিক্ষক মার্ক ভিট্টি জানান, গত ৮ সপ্তাহ ধরে এই কুকুরগুলো প্রশিক্ষণ নিচ্ছে। সামনের সপ্তাহে ড্রাইভিং বিষয়ে মন্টির দক্ষতা টেলিভিশনে লাইভ দেখানো হবে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে